অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের ছয় ইউনিয়নে অসহনীয় লোডশেডিং। ভ্যাপসা গরমে মানুষের ভোগান্তি চরমে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে বিদ্যুতের লুকোচুরি খেলা।
মিঠামইন পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস সূত্রে জানা যায়, শরৎকালে এই ভ্যাপসা গরমে জাতীয়ভাবে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদিত না হওয়ায় সরবরাহে কিছু সমস্যা হচ্ছে। অচিরেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানানো হয়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অষ্টগ্রাম পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের পূর্ব অষ্টগ্রাম, কলমা, দেওঘর, বাঙ্গালপাড়া ইউনিয়নে এক ঘণ্টা পর পর লোড শেডিং হয়। আব্দুল্লাহপুর ও আদমপুর ইউনিয়নেও ব্যাপক লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। এ সময় কয়েক হাজার গ্রাহক চরম বিপাকে পড়ে।
দেওঘর ইউনিয়নের শেখ বোরহান উদ্দিন বলেন, গরম যত বাড়ে, বিদ্যুৎ তত কমে। এই অসহনীয় গরমে দুই-তিন ঘণ্টা বিদ্যুৎ ছিল মনে হয়। গতকাল মঙ্গলবার রাতে মনে হলো বিদ্যুৎ লুকোচুরি খেলা শুরু করেছে।
খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের বিল্লাল হোসেন বলেন, সন্ধ্যায় কারেন্ট গিয়ে এল রাত ১২টায়। ১৫ মিনিট পর আবার গেল। সারা রাতে দুই-আড়াই ঘণ্টা বিদ্যুৎ ছিল। এই গরমে মানুষ অতিষ্ঠ বিদ্যুৎ ছাড়া। এর সমাধান দরকার।
মিঠামইন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী জসিম উদ্দিন বলেন, জাতীয়ভাবে উৎপাদনের তুলনায় রাতে চাহিদা বেড়ে যাওয়ায় কিছু কিছু এলাকায় সরবরাহ সাময়িক বন্ধ রাখতে হচ্ছে। দিনে কোনো সমস্যা হচ্ছে না।
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের ছয় ইউনিয়নে অসহনীয় লোডশেডিং। ভ্যাপসা গরমে মানুষের ভোগান্তি চরমে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে বিদ্যুতের লুকোচুরি খেলা।
মিঠামইন পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস সূত্রে জানা যায়, শরৎকালে এই ভ্যাপসা গরমে জাতীয়ভাবে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদিত না হওয়ায় সরবরাহে কিছু সমস্যা হচ্ছে। অচিরেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানানো হয়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অষ্টগ্রাম পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের পূর্ব অষ্টগ্রাম, কলমা, দেওঘর, বাঙ্গালপাড়া ইউনিয়নে এক ঘণ্টা পর পর লোড শেডিং হয়। আব্দুল্লাহপুর ও আদমপুর ইউনিয়নেও ব্যাপক লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। এ সময় কয়েক হাজার গ্রাহক চরম বিপাকে পড়ে।
দেওঘর ইউনিয়নের শেখ বোরহান উদ্দিন বলেন, গরম যত বাড়ে, বিদ্যুৎ তত কমে। এই অসহনীয় গরমে দুই-তিন ঘণ্টা বিদ্যুৎ ছিল মনে হয়। গতকাল মঙ্গলবার রাতে মনে হলো বিদ্যুৎ লুকোচুরি খেলা শুরু করেছে।
খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের বিল্লাল হোসেন বলেন, সন্ধ্যায় কারেন্ট গিয়ে এল রাত ১২টায়। ১৫ মিনিট পর আবার গেল। সারা রাতে দুই-আড়াই ঘণ্টা বিদ্যুৎ ছিল। এই গরমে মানুষ অতিষ্ঠ বিদ্যুৎ ছাড়া। এর সমাধান দরকার।
মিঠামইন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী জসিম উদ্দিন বলেন, জাতীয়ভাবে উৎপাদনের তুলনায় রাতে চাহিদা বেড়ে যাওয়ায় কিছু কিছু এলাকায় সরবরাহ সাময়িক বন্ধ রাখতে হচ্ছে। দিনে কোনো সমস্যা হচ্ছে না।
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
৩২ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৭ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৯ ঘণ্টা আগে