Ajker Patrika

মেনিনজাইটিসের টিকা না পেয়ে পান্থপথে মধ্যপ্রাচ্যগামীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৩: ৫২
স্কয়ার হাসপাতালের সামনে মধ্যপ্রাচ্যগামীরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা
স্কয়ার হাসপাতালের সামনে মধ্যপ্রাচ্যগামীরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেকে দেশেই যাওয়ার ক্ষেত্রে মেনিনজাইটিস টিকা নেওয়া বাধ্যতামূলক। এর জন্য নির্ধারিত রাজধানীর পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালে গিয়ে টিকা না পেয়ে সড়কে বিক্ষোভ করেছেন সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যগামী ব্যক্তিরা। তাদের আন্দোলনের কারণে পান্থপথ এলাকায় যানচলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর থেকে তিন শতাধিক মধ্যপ্রাচ্যগামী ব্যক্তি পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালের সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সৌদি আরবগামী প্রবাসী ও ওমরা হজযাত্রীরা স্কয়ার হাসপাতালের সামনে যান। তাঁদের আজ রাজধানীর বিভিন্ন হাসপাতালে সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যের আরও দু-একটি দেশে যাওয়ার জন্য টিকা নেওয়ার কথা ছিল। কিন্তু ওই সব হাসপাতালে গিয়ে তারা দেখেন, তাদের যে টিকা দেওয়ার কথা ছিল তা নেই। পরে জানানো হয়, স্কয়ার হাসপাতালে টিকা আছে। সে অনুযায়ী তারা স্কয়ার হাসপাতালে আসেন। কিন্তু এসে দেখেন এখানেও টিকার সংকট। এরপর টিকা না পেয়ে প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন।

এ বিষয়ে শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে প্রবাসী ও ওমরাহ যারা করবেন, তাঁরা টিকা নেওয়ার জন্য স্কয়ার হাসপাতালে এসেছিলেন। কিন্তু যখনই জানতে পারে যে, শুধু ওমরাহ যাঁরা করবেন তাঁদের টিকা লাগবে, তখন অন্যরা চলে যান। এখন হাসপাতালের সামনের পরিস্থিতি স্বাভাবিক।’

জানা গেছে, পান্থপথ থেকে অবরোধকারীরা মিছিল নিয়ে প্রবাসী কল্যাণের সামনে যাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা–ভাঙচুর

শিবরাত্রিতে মাংস খাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করল দিল্লির সার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত