গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগর পুলিশের চার বছর পূর্তি অনুষ্ঠানে ওড়ানোর জন্য আনা গ্যাসবেলুন বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার বিকেলে গাজীপুর পুলিশ লাইনসে এ ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলের পাশেই মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। অন্য দগ্ধরা হলেন গাজীপুর জেলা পুলিশের কনস্টেবল মোশারফ হোসেন, রুবেল মিয়া, জিল্লুর রহমান ও ইমরান হোসেন। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আবু হেনা রনিসহ দগ্ধ মোশাররফ হোসেন ও রুবেল মিয়াকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরা আক্তার জানান, ‘অভিনেতা আবু হেনা রনির শরীরের ৪০ ভাগ, মোশাররফ হোসেনের ৩০ ভাগ ও অন্য ব্যক্তিরা ২০ ভাগ দগ্ধ হয়েছেন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, জিএমপির অনুষ্ঠান শুক্রবার বিকেলে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মঞ্চের পশ্চিম পাশে অনেকগুলো আতশবাজি ফোটানো হয়। আতশবাজি ফোটানোর সময় স্বরাষ্ট্রমন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিরা পায়রা উড়িয়ে দেন। এরপর জিএমপির চার বছর পূর্তি লেখা একটি প্ল্যাকার্ডসহ অনেকগুলো গ্যাসবেলুন একসঙ্গে ওড়ানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু বেলুনগুলো আকাশে ওড়েনি। পরে অতিথিরা বেলুন না উড়িয়েই মঞ্চের সামনে নির্ধারিত আসন গ্রহণ করেন। পরে কয়েকজন পুলিশ সদস্য বেলুন বিক্রেতাকে ডেকে ধমক দেন। তখন বেলুন বিক্রেতা নিজেই বেলুনগুলো ওড়ানোর চেষ্টা করেন। এ সময় বেলুনের জট খুলতে লাইটার ব্যবহার করা হয়। তখনই সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে পাশে থাকা কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন পুলিশ সদস্য দগ্ধ হন। পরে গায়ে পানি ঢেলে আগুন নিভিয়ে দ্রুত তাঁদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আতশবাজির শব্দের কারণে অনেকেই বেলুন বিস্ফোরণের ঘটনাটি বুঝতে পারেননি।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (হেড কোয়ার্টার) মো. ইলতুৎমিশ বেলুন বিস্ফোরণের ঘটনা স্বীকার করেন। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক মিডিয়া) মাহবুবুর রহমান বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে ওড়ানোর জন্য আনা বেলুন না ওড়ায় অতিথিরা আসন গ্রহণ করেন। পরে বেলুন কেন উড়ছিল না, তা দেখার জন্য ম্যাচের আগুন দিলে তাতে আগুন ধরে যায়। এ সময় আতশবাজির শব্দের কারণে বিস্ফোরণ হয়েছে বলে অনেকে মনে করেছেন। এটা তেমন বড় কোনো ঘটনা নয়, খুবই মাইনর একটি বিষয়।
গাজীপুর পুলিশ লাইনসে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আখতার হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
গাজীপুর মহানগর পুলিশের চার বছর পূর্তি অনুষ্ঠানে ওড়ানোর জন্য আনা গ্যাসবেলুন বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার বিকেলে গাজীপুর পুলিশ লাইনসে এ ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলের পাশেই মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। অন্য দগ্ধরা হলেন গাজীপুর জেলা পুলিশের কনস্টেবল মোশারফ হোসেন, রুবেল মিয়া, জিল্লুর রহমান ও ইমরান হোসেন। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আবু হেনা রনিসহ দগ্ধ মোশাররফ হোসেন ও রুবেল মিয়াকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরা আক্তার জানান, ‘অভিনেতা আবু হেনা রনির শরীরের ৪০ ভাগ, মোশাররফ হোসেনের ৩০ ভাগ ও অন্য ব্যক্তিরা ২০ ভাগ দগ্ধ হয়েছেন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, জিএমপির অনুষ্ঠান শুক্রবার বিকেলে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মঞ্চের পশ্চিম পাশে অনেকগুলো আতশবাজি ফোটানো হয়। আতশবাজি ফোটানোর সময় স্বরাষ্ট্রমন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিরা পায়রা উড়িয়ে দেন। এরপর জিএমপির চার বছর পূর্তি লেখা একটি প্ল্যাকার্ডসহ অনেকগুলো গ্যাসবেলুন একসঙ্গে ওড়ানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু বেলুনগুলো আকাশে ওড়েনি। পরে অতিথিরা বেলুন না উড়িয়েই মঞ্চের সামনে নির্ধারিত আসন গ্রহণ করেন। পরে কয়েকজন পুলিশ সদস্য বেলুন বিক্রেতাকে ডেকে ধমক দেন। তখন বেলুন বিক্রেতা নিজেই বেলুনগুলো ওড়ানোর চেষ্টা করেন। এ সময় বেলুনের জট খুলতে লাইটার ব্যবহার করা হয়। তখনই সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে পাশে থাকা কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন পুলিশ সদস্য দগ্ধ হন। পরে গায়ে পানি ঢেলে আগুন নিভিয়ে দ্রুত তাঁদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আতশবাজির শব্দের কারণে অনেকেই বেলুন বিস্ফোরণের ঘটনাটি বুঝতে পারেননি।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (হেড কোয়ার্টার) মো. ইলতুৎমিশ বেলুন বিস্ফোরণের ঘটনা স্বীকার করেন। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক মিডিয়া) মাহবুবুর রহমান বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে ওড়ানোর জন্য আনা বেলুন না ওড়ায় অতিথিরা আসন গ্রহণ করেন। পরে বেলুন কেন উড়ছিল না, তা দেখার জন্য ম্যাচের আগুন দিলে তাতে আগুন ধরে যায়। এ সময় আতশবাজির শব্দের কারণে বিস্ফোরণ হয়েছে বলে অনেকে মনে করেছেন। এটা তেমন বড় কোনো ঘটনা নয়, খুবই মাইনর একটি বিষয়।
গাজীপুর পুলিশ লাইনসে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আখতার হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেয়ালে টাঙিয়ে রেখে আলোচনায় আসা পিরোজপুরের নেছারাবাদ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিনকে বরখাস্ত করা হয়েছে। তবে দেয়ালে ছবি টাঙানোর জন্য নয়, অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান জে
১৬ মিনিট আগেনওগাঁর রাণীনগরে মিষ্টান্ন ভান্ডারের দরজা ভেঙে ঢুকে ছাই দিয়ে প্রায় ৩০ হাজার টাকার দই-মিষ্টিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী নষ্ট করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার আবাদপুকুর বাজারের চার মাথায় বিসমিল্লাহ মিষ্টান্ন ভান্ডারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
৩২ মিনিট আগেময়মনসিংহের নান্দাইলে প্রাইভেট কার নিয়ে চুরি করতে গিয়ে স্ট্রোকে মামুন মিয়া (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী তালতলা মাদ্রাসার কাছে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেকক্সবাজার পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য রোধে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় চারজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
১ ঘণ্টা আগে