Ajker Patrika

নারায়ণগঞ্জে র‍্যালিতে নেতার পাশে দাঁড়ানো নিয়ে যুবদলের দুই পক্ষের মারামারি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৩: ৩২
Thumbnail image
যুবদলের দুই পক্ষের মারামারিতে আহত মাসুম। ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত র‍্যালিতে মারামারির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের মিশনপাড়া ও নারায়ণগঞ্জ ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। নেতার পাশে দাঁড়ানো নিয়ে যুবদলের দুই পক্ষ বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মারামারিতে জড়ায়।

এ ঘটনায় মাসুম নামের যুবদলের একজন কর্মী রক্তাক্ত জখম হয়েছেন। আহত মাসুম বিএনপি নেতা হাসান আহম্মেদের সমর্থক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের মিশনপাড়ায় র‍্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশ চলছিল। এ সময় বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহর নেতৃত্বে একটি মিছিল আসে সমাবেশস্থলে। তাঁর অনুসারীরা আগে দাঁড়িয়ে থাকা নেতাদের সরিয়ে জায়গা দখলে নেয়। পরে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্যসচিব শাহেদ আহম্মেদের নেতৃত্বে মিছিল এলে তারাও শাহেন শাহর লোকদের সরিয়ে দেয়। এ নিয়ে যুবদলের নেতা-কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান সবাইকে নিবৃত্ত করেন।

পরবর্তী সময়ে র‍্যালি শুরু হওয়ার পর শহরের বিবি রোডের নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের কাছে পৌঁছালে যুবদলের কিছু সমর্থক যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফকে ধাক্কা দেয়। এ সময় জোসেফের অনুসারীরা তাঁদের মারধর করে। তাতে মাসুম নামের এক কর্মীর নাক ফেটে গিয়ে রক্তাক্ত জখম হয়। পরে সাখাওয়াত হোসেন খানসহ সিনিয়র নেতারা আহত মাসুমকে ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

এ বিষয়ে মহানগর যুবদল নেতা মাজাহারুল ইসলাম জোসেফ বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সামনের দিকে ছিলাম। পেছনের দিকে দাঁড়ানো নিয়ে শহরের কিছু যুবদল নেতা–কর্মীর সঙ্গে বন্দরের কিছু যুবদল নেতা-কর্মীর মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে মারামারির ঘটনা ঘটেছে। পরে বিষয়টি আমরা সমাধান করে দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত