Ajker Patrika

স্বামীর ঘর ছেড়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ২২: ১১
স্বামীর ঘর ছেড়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী

নরসিংদীর রায়পুরায় স্বামীর ঘর ছেড়ে বিয়ের দাবিতে সামি (১৮) নামের এক প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী (১৮)। আজ শনিবার সকাল ১০টায় পৌরসভার হাসিমপুর এলাকায় প্রেমিকের বাড়িতে অবস্থা নেন তিনি। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন মাস আগে উভয় পরিবারের সম্মতিতে একই গ্রামের এক ছেলের সঙ্গে বিয়ে ওই তরুণীর। কিন্তু স্থানীয় স্কুলে পড়ার সময় চার বছর আগে সামির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। বিয়ের পরও স্বামীর অনুপস্থিতিতে মোবাইলে ওই সামির সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন তিনি। এ নিয়ে কয়েক দফায় গ্রাম্য সালিসি হয়।

গত তিন দিন আগে সালিসি মীমাংসায় স্বামীর সংসার করবে না বলে তালাক দিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসেন তিনি। এরপর আজ শনিবার সকালে বাবার বাড়ি থেকে ওই প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। প্রেমিককে না পেয়ে বিয়ের দাবিতে অবস্থান করেন।

এদিকে প্রেমিকের পরিবার এ ঘটনার পর ঘরে তালাবদ্ধ করে অন্যত্র চলে যায়। অন্যদিকে প্রেমিকও উধাও। প্রেমিককে না পেয়ে ওই তরুণী রান্না ঘরে অনশনে বসেন। সন্ধ্যা পর্যন্ত চলে এ অনশন। এ নিয়ে সকাল থেকে দিনব্যাপী এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় প্রেমিক সামির বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।

প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া ওই তরুণী বলেন, ‘সামির সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। তাঁকে আমার সামনে এনে হাজির করেন। বিয়ের পরও প্রতিনিয়ত তাঁর সঙ্গে কথা হতো আমার। বিয়ে করবে বলে স্বামীর ঘর ছেড়ে বাড়িতে এসেছি। তাঁকে না পেলে মরে যাব, তাঁকেই চাই।’ এ সময় তিনি সামিকে না পেলে আত্মহত্যার হুমকি দেন।

এদিকে এ ঘটনার পর থেকে প্রেমিক ও তাঁর পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন। এ বিষয়ে জানতে সামি ও স্বজনদের বক্তব্য পাওয়া যায়নি।

এ নিয়ে পৌর কমিশনার নাহিদ মিয়া বলেন, ‘এ ঘটনাটি শুনে খোঁজ খবর নিচ্ছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত