Ajker Patrika

গাজীপুরে রেল লাইন বেঁকে ট্রেন চলাচল বন্ধ, ১ ঘণ্টা পর স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে রেল লাইন বেঁকে ট্রেন চলাচল বন্ধ, ১ ঘণ্টা পর স্বাভাবিক

তীব্র তাপপ্রবাহে গাজীপুরের পুবাইল এলাকায় আজ মঙ্গলবার দুপুরে রেললাইন বেঁকে ঢাকা-চট্টগ্রাম রুটে এক ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন আড়িখোলা স্টেশনে যাত্রা বিরতি নেয়। 

গাজীপুরের পুবাইল রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. আব্দুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, প্রচণ্ড তাপপ্রবাহের কারণে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রুটের পুবাইলের ৩৮৪ / ৪৪ এলাকায় রেললাইন বেঁকে যায়। বিষয়টি তাৎক্ষণিক রেললাইনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানান। এ সময় ঝুঁকি এড়াতে ট্রেন চলাচল সাময়িক বন্ধ করা হয়। সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা স্টেশনে যাত্রা বিরতিতে থাকে। ঢাকা রেল প্রকৌশল বিভাগে জানানো হলে সেখানকার প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়ে রেললাইন ঠিক করে দিলে দুপুর ১টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। 

গাজীপুর মহানগরীর টঙ্গী স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, গরমে রেললাইন বাঁকা হওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম রেল রুটে সাময়িক ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে রেল লাইন ঠিক করা হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত