Ajker Patrika

ওয়াজেদ মিয়া স্বর্ণপদক পেলেন তিন গুণীজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়াজেদ মিয়া স্বর্ণপদক পেলেন তিন গুণীজন

দেশ, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তিন গুণীজন পেয়েছেন ওয়াজেদ মিয়া স্বর্ণপদক-২০২৪। সাহিত্য, ক্রীড়া ও গবেষণায় অবদান রাখায় তাদের এই পদক দেওয়া হয়েছে। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে পরমাণুবিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে তাঁর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এই পদক তুলে দেওয়া হয়। 

সাহিত্যে বিশেষ অবদান রাখায় এই পদক পেয়েছেন কবি, কথাকার ও লোকসাহিত্য গবেষক রাজু অনার্য, ক্রীড়া ক্ষেত্রে পেয়েছেন সাবেক ফুটবলার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান কোচ সুজিত কুমার ব্যানার্জি (চন্দন), সংগঠক হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ মেম্বার ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী। 

পদক পাওয়া গুণীজনেরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই স্বীকৃতি তাদের কাজকে আরও বেগবান করবে। নিজ নিজ কাজের ক্ষেত্রে তাঁরা আরও এগিয়ে যেতে উৎসাহ পাবেন। 

ড. এম. এ. ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি এ. কে. এম কবিরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন—ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান। তিনি বলেন, ’ ওয়াজেদ মিয়া ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত এক সোনার মানুষ। তাঁর সৎ, আদর্শিক ও কর্মময় জীবন সব সময়ই মানুষের জন্য অনুকরণীয়। ওয়াজেদ মিয়া চিরদিন বাঙালির মনে আছেন, থাকবেন।’ 

মো. মশিউর রহমান আরও বলেন, ‘দেশের বিজ্ঞান চেতনার সূত্রপাত হয়েছিল তাঁরই মাধ্যমে। তিনি যে শুধু বিজ্ঞানেই অবদান রেখেছেন এমন নয়। দেশ স্বাধীনের আগে ও এরশাদ বিরোধী আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। তাঁর লেখা বিজ্ঞান বিষয়ক কয়েকটি বই বিদেশেও সিলেবাসে রেখে পড়ানো হয়।’ 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সুজিত কুমার নন্দী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত