Ajker Patrika

বিএনপির সঙ্গে সংঘর্ষে চার পুলিশ আহত, গ্রেপ্তার ৭ 

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বিএনপির সঙ্গে সংঘর্ষে চার পুলিশ আহত, গ্রেপ্তার ৭ 

কিশোরগঞ্জের হোসেনপুরে মামলার আসামিকে ধরতে গিয়ে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা হয়েছে। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের উদ্দেশ্যে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। 

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের কুড়িঘাট মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতেরা হলেন উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজলুল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী জিন্নাহ ও কনস্টেবল আজাদ হোসেন কবীর। তাঁদের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এদিকে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বিএনপির সাত নেতা-কর্মীকে আটক করেছে। আটকেরা হলেন বিল্লাল হোসেন (২৩), নাঈম হোসেন নিয়োজিত (১৭), তানভীর হাসান রানা (৩০), শাহ আলম (৩৪), সোহরাব উদ্দিন (৫৬), ইঞ্জিনিয়ার মোস্তফা সারোয়ার সুমন (৪৩) ও রিপন মাস্টার (৪৫)।

সরকারি কাজে বাধা, ভাঙচুর ও নাশকতার অপরাধে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হোসেনপুর থানায় মামলা দায়ের করেছে। আজ রোববার দুপুরে গ্রেপ্তার দেখিয়ে আসামিদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়। 

পুলিশ জানায়, কুড়িঘাট মোড়ে নিয়মিত মামলার এক আসামিকে ধরতে গেলে বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ শটগানের ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম মুনজুরুল ইসলাম জুয়েল পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সভা শেষে চা পান করার সময় পুলিশ সাতজনকে আটক করে নিয়ে যায়। পরে কুড়িঘাট মোড়ে ফাঁকা গুলি ছুড়ে। পুলিশের ওপর কোনো হামলা করা হয়নি।’ 

হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু জানান, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির মহাসমাবেশ সফল করতে শনিবার সন্ধ্যায় নতুন বাজার এলাকায় বিএনপি কার্যালয়ে প্রস্তুতিসভা হয়। সভা শেষে বিএনপির নেতা-কর্মীরা কুড়িঘাট মোড়ে অবস্থান নেয়। পুলিশের কাছে সংবাদ ছিল, নিয়মিত মামলার আসামি বিএনপির কর্মী খুররম খান ঘটনাস্থলে অবস্থান করছিল। তাঁকে ধরতে গেলে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত