Ajker Patrika

জনগণ সুষ্ঠু নির্বাচন চায়: কাদের সিদ্দিকী 

টাঙ্গাইল প্রতিনিধি
Thumbnail image

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, জনগণ এখন আওয়ামী লীগকেও চায় না। বিএনপিকেও চায় না। তারা চায় সুষ্ঠু নির্বাচন। তাই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, ভালো হবে। 

আজ বুধবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে মাকড়াই দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী সরকারের উদ্দেশ্য এসব কথা বলেন। 

কাদের সিদ্দিকী বলেন, ‘আগামী নির্বাচনে ২০১৮ সালের মতো আর কেউ সিল মারতে পারবেন না। আজ আওয়ামী লীগের নেতারা আমাকে চিনতে পারেন না। গালাগালি করেন। আমরা প্রতিবাদ না করলে আপনাদের অস্তিত্ব থাকত না। আজকে যে আওয়ামী লীগ বেঁচে আছে তা আমাদের জন্য বেঁচে আছে। বঙ্গবন্ধু মারা যাওয়ার সময় আপনারা আওয়ামী লীগে ছিলে না। বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে ঘাটাইল, ভুয়াপুর, গোপালপুরসহ বহু জায়গায় আমি অস্ত্র হাতে ঘুরেছি। সবার আগে দেখেছি আওয়ামী লীগের লোকেরা পালিয়েছে। যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল তারা এখন বড় আওয়ামী লীগ নেতা।’

১৯৭১ সালের ১৬ আগস্ট বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের মাকড়াই নামক স্থানে গুলিবিদ্ধ হন। একই স্থানে হাতেম আলী নামে একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। সেই থেকে এই দিনকে ‘মাকড়াই দিবস’ হিসেবে পালন করা হয়।

কৃষক শ্রমিক জনতা লীগ ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আ. হালিম সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার (বীরপ্রতীক), সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদি ও ঘাটাইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আতিক হাবিব প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত