Ajker Patrika

মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটিএর সচেতনতা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৬
মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটিএর সচেতনতা কর্মসূচি

সড়কে চলাচল করা বাস-সিএনজি ও প্রাইভেট কারচালকদের পাশাপাশি মোটরসাইকেলচালক ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচি চালাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের সামনে বিআরটিএর এই কর্মসূচি শুরু হয়।

এ সময় বিআরটিএ কর্তৃপক্ষ সড়কে যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। দুর্ঘটনা এড়াতে বিআরটিএর সব নির্দেশনা মেনে গাড়ি চলাচলের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বিআরটিএ। বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার চার্ট না দেখানোর কারণে সকাল থেকে বেশ কিছু বাসকে জরিমানা করেছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। 

বিআরটিএর এই কর্মসূচিতে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকাল থেকে সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারসহ আরও অনেকেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত