নারায়ণগঞ্জ প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘আমাদের এখন অনেকে অনেক কথা বলে। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র, পেশিশক্তি, গানপাউডারে বিশ্বাস করে না। তারা জনগণকে বিশ্বাস করে, ২০০১ সালে জনগণের ভোটের রায় চুপ করে মেনে নিয়েছি। এখন জনগণ যেই রায় দেয়, সেটা নিয়ে কত কত ষড়যন্ত্র শুরু হয়েছে।’
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে কমিউনিটি পুলিশিংয়ের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘’১৩-১৪ সালে গাড়ি পুড়িয়ে, আগুন-সন্ত্রাস করে মানুষ পুড়িয়েছে। তারা এখন জনগণের সেবার কথা বলে। দেশের মানুষ এখন নির্বাচনমুখী, তাঁরা ভোট দিতে মুখিয়ে আছেন। কারণ তাঁরা জানেন, শেখ হাসিনার বিকল্প কেবলই শেখ হাসিনা।’
তিনি বলেন, ‘একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যা দেওয়া হতো, আজ উন্নয়নশীল দেশের রোল মডেল হিসেবে উদাহরণ দেওয়া হয়। বিদেশিরা আজ বলে, যদি দেশকে উন্নয়নশীল দেশে নিয়ে আসতে চাও, তাহলে বাংলাদেশকে ফলো করো। এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।’
আসাদুজ্জামান খান বলেন, ‘একসময় বাংলাদেশের পাসপোর্ট দেখলে বিদেশের বিমানবন্দরে বলত আস্তে যান, আর এখন আমাদের পাসপোর্ট দেখলে সমীহ করে সবাই। এমন পরিবর্তন হয়েছে এই সরকারের অবদানে।’
গত ১৫ বছরে পুলিশের সেবার মান পাল্টেছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু চেয়েছিলেন পুলিশকে জনতার করে তুলতে। ’৭৫ সালে রাজারবাগের এক অনুষ্ঠানে তিনি পুলিশের উদ্দেশে বলেছিলেন, তোমরা উপনিবেশ আমলের পুলিশ নও। তোমরা এখন স্বাধীন দেশের পুলিশ। তোমাদের জনগণের পুলিশ হতে হবে।
আজ পুলিশ জনগণের জন্য নিবেদিত প্রাণ হয়ে হাজির হয়েছে। ১৫ বছর আগে মানুষ যেই পুলিশকে দেখেছে, এখন সেই পুলিশের চেহারা অনেক অনেক পাল্টে গেছে। আজকে পুলিশ ৯৯৯-এর ফোনে মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে। বিদেশের মতো এমন সেবা বঙ্গবন্ধুকন্যা দেশের নেতৃত্ব দেওয়ার ফলেই চালু করা সম্ভব হয়েছে।’
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, ‘কিশোর গ্যাং তৈরি হয়েছে কোভিডের সময় দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকার ফলে। তারা নিজেদের অজান্তেই অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এদের অভিভাবকদের ডেকে এনে বোঝানোর চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। ১৮ বছরের বেশি বয়সীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জে প্রায় ৮২টি মামলা হয়েছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। দেশের মামলার প্রায় ৩৫ শতাংশ মাদক সংশ্লিষ্ট। গত এক বছরে নারায়ণগঞ্জে প্রায় ১ হাজার ১৩৩টি মাদক-সংশ্লিষ্ট মামলা হয়েছে। মাদক নির্মূলের ব্যাপারে আমাদের সরকার বরাবরই কঠোর।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের বৈশিষ্ট্যই আগুনে পুড়িয়ে মানুষ মারা। জ্বালাও-পোড়াও করা। বিএনপি-জামায়াত আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন হাসপাতাল তাদের সেবা-শুশ্রূষা করেছেন। তাদের এসব কাজ নতুন নয়। তারা বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে, জীব-জন্তু পর্যন্ত বাদ যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী এ জন্য প্রস্তুত আছে, আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। যারাই এই অপকর্মগুলো করবে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব।’
এ সময় আরও উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, লিয়াকত হোসেন খোকা, নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘আমাদের এখন অনেকে অনেক কথা বলে। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র, পেশিশক্তি, গানপাউডারে বিশ্বাস করে না। তারা জনগণকে বিশ্বাস করে, ২০০১ সালে জনগণের ভোটের রায় চুপ করে মেনে নিয়েছি। এখন জনগণ যেই রায় দেয়, সেটা নিয়ে কত কত ষড়যন্ত্র শুরু হয়েছে।’
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে কমিউনিটি পুলিশিংয়ের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘’১৩-১৪ সালে গাড়ি পুড়িয়ে, আগুন-সন্ত্রাস করে মানুষ পুড়িয়েছে। তারা এখন জনগণের সেবার কথা বলে। দেশের মানুষ এখন নির্বাচনমুখী, তাঁরা ভোট দিতে মুখিয়ে আছেন। কারণ তাঁরা জানেন, শেখ হাসিনার বিকল্প কেবলই শেখ হাসিনা।’
তিনি বলেন, ‘একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যা দেওয়া হতো, আজ উন্নয়নশীল দেশের রোল মডেল হিসেবে উদাহরণ দেওয়া হয়। বিদেশিরা আজ বলে, যদি দেশকে উন্নয়নশীল দেশে নিয়ে আসতে চাও, তাহলে বাংলাদেশকে ফলো করো। এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।’
আসাদুজ্জামান খান বলেন, ‘একসময় বাংলাদেশের পাসপোর্ট দেখলে বিদেশের বিমানবন্দরে বলত আস্তে যান, আর এখন আমাদের পাসপোর্ট দেখলে সমীহ করে সবাই। এমন পরিবর্তন হয়েছে এই সরকারের অবদানে।’
গত ১৫ বছরে পুলিশের সেবার মান পাল্টেছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু চেয়েছিলেন পুলিশকে জনতার করে তুলতে। ’৭৫ সালে রাজারবাগের এক অনুষ্ঠানে তিনি পুলিশের উদ্দেশে বলেছিলেন, তোমরা উপনিবেশ আমলের পুলিশ নও। তোমরা এখন স্বাধীন দেশের পুলিশ। তোমাদের জনগণের পুলিশ হতে হবে।
আজ পুলিশ জনগণের জন্য নিবেদিত প্রাণ হয়ে হাজির হয়েছে। ১৫ বছর আগে মানুষ যেই পুলিশকে দেখেছে, এখন সেই পুলিশের চেহারা অনেক অনেক পাল্টে গেছে। আজকে পুলিশ ৯৯৯-এর ফোনে মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে। বিদেশের মতো এমন সেবা বঙ্গবন্ধুকন্যা দেশের নেতৃত্ব দেওয়ার ফলেই চালু করা সম্ভব হয়েছে।’
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, ‘কিশোর গ্যাং তৈরি হয়েছে কোভিডের সময় দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকার ফলে। তারা নিজেদের অজান্তেই অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এদের অভিভাবকদের ডেকে এনে বোঝানোর চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। ১৮ বছরের বেশি বয়সীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জে প্রায় ৮২টি মামলা হয়েছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। দেশের মামলার প্রায় ৩৫ শতাংশ মাদক সংশ্লিষ্ট। গত এক বছরে নারায়ণগঞ্জে প্রায় ১ হাজার ১৩৩টি মাদক-সংশ্লিষ্ট মামলা হয়েছে। মাদক নির্মূলের ব্যাপারে আমাদের সরকার বরাবরই কঠোর।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের বৈশিষ্ট্যই আগুনে পুড়িয়ে মানুষ মারা। জ্বালাও-পোড়াও করা। বিএনপি-জামায়াত আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন হাসপাতাল তাদের সেবা-শুশ্রূষা করেছেন। তাদের এসব কাজ নতুন নয়। তারা বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে, জীব-জন্তু পর্যন্ত বাদ যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী এ জন্য প্রস্তুত আছে, আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। যারাই এই অপকর্মগুলো করবে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব।’
এ সময় আরও উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, লিয়াকত হোসেন খোকা, নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল প্রমুখ।
চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন ও চাহিদার মধ্যে প্রতিদিন ৫ কোটি লিটারের ফারাক। অনেক জায়গায় সুপেয় পানির জন্য হাহাকার করছে নগরবাসী। কিন্তু মানুষের ভোগান্তিকে দূরে ঠেলে নতুন মোবাইল কেনা এবং ভ্রমণ বিলাসে মেতেছেন ওয়াসার কর্মকর্তারা। সংস্থার ৯১ কর্মকর্তার জন্য মোবাইল ফোন কেনা এবং ২২
১ ঘণ্টা আগেবঙ্গোপসাগরের তীরঘেঁষা উপকূলীয় জেলা বরগুনার ছয়টি উপজেলায় ১২ লাখ মানুষের বসবাস। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য জেলার ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি আধুনিকায়নের মাধ্যমে ২৫০ শয্যায় উন্নীত করা হয় ২০১৩ সালে। কিন্তু এক যুগেও হাসপাতালটির শূন্য পদে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়নি।
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় ৮ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত একটি পানি সরবরাহ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পটি তিন বছর আগে উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত পৌরবাসীর ঘরে পৌঁছায়নি একফোঁটা পানি। প্রকল্পের কাজ কাগজ-কলমে সম্পন্ন দেখানো হলেও বাস্তবে এর অগ্রগতি ‘শূন্য’। ঠিকাদারি প্রত
২ ঘণ্টা আগেসুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, শিমুলবাগানসহ পর্যটন এলাকায় গতি আনতে ২০১৮ সালে তাহিরপুরের ডাম্পের বাজার এলাকায় পাটলাই নদের ওপর সেতু নির্মাণ শুরু হয়। তিন বছরের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। উল্টো গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেতু চালু নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে