Ajker Patrika

ফরিদপুরে সুবিধাভোগীদের ৮০০ কেজি চাল জব্দ, তদন্ত কমিটি গঠন

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৮: ৫১
ফরিদপুরে সুবিধাভোগীদের ৮০০ কেজি চাল জব্দ, তদন্ত কমিটি গঠন

ফরিদপুরের ভাঙ্গায় দুলাল সর্দার নামে এক গ্রাম পুলিশের বাড়ি থেকে সরকারি ৮০০ কেজি চাল জব্দ করেছে প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রাম থেকে চালগুলো উদ্ধার করা হয়। এ সময় চালসহ একটি একতলা ভবন সিলগালা করে দেওয়া হয়। 

আজ মঙ্গলবার ঘটনার সুষ্ঠু তদন্তর জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত এ খুদা। তিনি তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। 
 
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ১৭১ জন সুবিধাভোগীর জন প্রতি ৩০ কেজি করে চাল উত্তোলন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহীন আলম সাহাবুর। ওই চাল থেকে সোমবার গভীর রাতে ৮০০ কেজি গ্রাম পুলিশ দুলাল সর্দারের বাড়িতে সরিয়ে রাখা হয়। 

রাতে গ্রাম পুলিশের বাড়িতে ভ্যান থেকে চাল নামানোর ঘটনাটি টের পেয়ে এলাকাবাসী উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে থানা-পুলিশ চালগুলো জব্দ করে। সরকারি চাল জব্দের খবরটি জানাজানি হলে আজ (মঙ্গলবার) উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় জমায়। 

এ বিষয়ে অভিযুক্ত গ্রাম পুলিশ দুলাল সর্দার জানান, ‘ইউপি চেয়ারম্যান আমাকে ৮০০ কেজি চাল দিয়ে বলেছেন, স্থানীয় একটি এতিমখানায় দেওয়ার জন্য। আমি সেখানে রাতের বেলায় না দিয়ে বাড়িতে নিয়ে আসি দিনের বেলায় দেওয়ার জন্য।’ 

একই কথা জানান ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহীন আলম সাহাবুর। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার গ্রাম পুলিশকে দিয়ে একটি এতিমখানার জন্য ওই চাল আমি পাঠিয়েছি। পরদিন দিনের বেলায় চালগুলো এতিমখানায় দিয়ে দেওয়া হতো।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কুদরত এ খুদা আজকের পত্রিকাকে বলেন, ‘সমগ্র বিষয়টির মধ্যে অপরাধ দৃশ্যমান রয়েছে। আমি তদন্ত টিম করে দিয়েছি, তাদের তদন্তের ওপর ভিত্তি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যেই হোক, তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত