Ajker Patrika

ঢাবি ক্যাম্পাসে শাটল বাস চালু

ঢাবি প্রতিনিধি
Thumbnail image
আজ বৃহস্পতিবার ঢাবি ক্যাম্পাসে শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য শাটল বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার এই সার্ভিসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। পরীক্ষামূলকভাবে আগামী তিন মাসের জন্য এ সার্ভিস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শাটল বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘সীমিত সামর্থ্য সত্ত্বেও শিক্ষার্থীদের অভ্যন্তরীণ চলাচলের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তিনটি নন-এসি মিনিবাস সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্যাম্পাসের তিনটি রুটে চক্রাকারে চলাচল করবে। রুটগুলো হলো:

ঢাবি ক্যাম্পাসে শাটল বাসে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও অন্যান্য শিক্ষকেরা। ছবি: আজকের পত্রিকা
ঢাবি ক্যাম্পাসে শাটল বাসে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও অন্যান্য শিক্ষকেরা। ছবি: আজকের পত্রিকা

১. কবি সুফিয়া কামাল হল-অমর একুশে হল-শহীদুল্লাহ হল-কার্জন হল-মোকাররম ভবন-সায়েন্স অ্যানেক্স ভবন-টিএসসি-কলাভবন-মল চত্বর-নীলক্ষেত মোড়।

২. নীলক্ষেত মোড়-মল চত্বর-বিজনেস ফ্যাকাল্টি-লেকচার থিয়েটার ভবন-মধুর ক্যান্টিন-কেন্দ্রীয় লাইব্রেরি-চারুকলা-টিএসসি-পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট-কার্জন হল-কবি সুফিয়া কামাল হল।

৩. কবি সুফিয়া কামাল হল-অমর একুশে হল-শহীদুল্লাহ হল-কার্জন হল-মোকাররম ভবন-সায়েন্স অ্যানেক্স ভবন-জগন্নাথ হল-এসএম হল-ফুলার রোড-মল চত্বর-নীলক্ষেত মোড়।

আগামী রোববার থেকে পুরোদমে শাটল বাস চলাচল শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং প্রক্টর সাইফুদ্দীন আহমদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত