Ajker Patrika

শরীয়তপুর জেলা কারাগারে বন্দী ভারতীয় নাগরিকের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৬: ১২
শরীয়তপুর জেলা কারাগারে বন্দী ভারতীয় নাগরিকের মৃত্যু

শরীয়তপুর জেলা কারাগারে বন্দী বাবুল সিং (৩৮) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আজ রোববার সকালে হাসপাতালে চিকিৎসকেরা ময়নাতদন্ত শেষে ওই ভারতীয় নাগরিকের মরদেহ কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের অতিরিক্ত জেল সুপারের দায়িত্বে থাকা, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহিম। 

গত বছর ১৭ জুন পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করা হয়। এরপর অনুপ্রবেশ আইনে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশের করা মামলায় ওই দিনই তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। 

শরীয়তপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, বাবুল সিং বেশ কিছুদিন যাবৎ শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। গতকাল রাত ১০টার দিকে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে কারাগার থেকে তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতীয় বন্দী নাগরিক বাবুল সিংকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। আজ (রোববার) সকালে লাশ সুরতহাল করা হয়েছে। কেন্দ্রীয় কারাগারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত