কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
রোহিঙ্গা সংকট সমাধানে ভিয়েতনাম ভূমিকা রাখবে বলে বাংলাদেশকে নিশ্চয়তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বুই থান সন। বুধবার বিকেলে ভিয়েতনাম-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ফোনালাপে তিনি এ নিশ্চয়তা দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া নিয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে আশিয়ান ফ্রেমওয়ার্কের আওতায় সংকট সমাধানে ভিয়েতনাম জোরালো ভূমিকা রাখবে।
আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরেন। আশিয়ানে এ সংকটের টেকসই সমাধানে দ্রুততম সময়ের মধ্যে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে ভূমিকা রাখতে ভিয়েতনামকে আহ্বান জানান তিনি। এ সময়ে রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের ওপর যে আর্থসামাজিক চাপের সৃষ্টি হয়েছে তা তুলে ধরেন এ কে আবদুল মোমেন। সেই সঙ্গে পুরো অঞ্চলে রোহিঙ্গাদের কারণে বাড়তে থাকা নিরাপত্তা ইস্যুগুলো, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, আন্তসীমান্ত অপরাধ, মানবপাচার, মাদক চোরাচালানের বিষয়গুলো তুলে ধরেন। মিয়ানমারের বন্ধু হিসেবে ভিয়েতনামকে চাপ দিতে অনুরোধ করেন এ কে আবদুল মোমেন।
আলাপকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আগামী বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্যাপনের আশা প্রকাশ করেন। এ সময়ে দুই দেশের বাণিজ্য বাড়াতে এবং বাংলাদেশের বাণিজ্য ব্যবধান কমাতে আহ্বান জানান তিনি। এ ছাড়া বাংলাদেশের হাইটেক পার্ক ও ১০০ অর্থনৈতিক অঞ্চলে ভিয়েতনামের ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করেন এ কে আবদুল মোমেন। ফোনালাপের সময়ে আসিয়ানে বাংলাদেশকে সেক্টরাল সংলাপ অংশীদার হিসেবে প্রার্থী হিসেবে ভিয়েতনামের সহযোগিতা চেয়েছেন এ কে আবদুল মোমেন। সেই সঙ্গে দুই দেশের মানুষে মানুষে যোগাযোগ বাড়ায় সন্তোষ প্রকাশ করে ভিয়েতনামের পর্যটকদের বাংলাদেশ ভ্রমণের জন্য উৎসাহ দেন তিনি।
দুই দেশের বাণিজ্য বাড়াতে যৌথ বাণিজ্য কমিশনের প্রস্তাব দেন ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী। আলাপকালে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে। এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক ক্ষেত্রে বিভিন্ন নির্বাচনে একত্রে কাজ করার বিষয়ে একমত হয়েছে তাঁরা। ফোনালাপে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি একে অপরকে নিজ দেশে সফরের আমন্ত্রণ জানান দুই পররাষ্ট্রমন্ত্রী।
রোহিঙ্গা সংকট সমাধানে ভিয়েতনাম ভূমিকা রাখবে বলে বাংলাদেশকে নিশ্চয়তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বুই থান সন। বুধবার বিকেলে ভিয়েতনাম-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ফোনালাপে তিনি এ নিশ্চয়তা দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া নিয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে আশিয়ান ফ্রেমওয়ার্কের আওতায় সংকট সমাধানে ভিয়েতনাম জোরালো ভূমিকা রাখবে।
আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরেন। আশিয়ানে এ সংকটের টেকসই সমাধানে দ্রুততম সময়ের মধ্যে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে ভূমিকা রাখতে ভিয়েতনামকে আহ্বান জানান তিনি। এ সময়ে রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের ওপর যে আর্থসামাজিক চাপের সৃষ্টি হয়েছে তা তুলে ধরেন এ কে আবদুল মোমেন। সেই সঙ্গে পুরো অঞ্চলে রোহিঙ্গাদের কারণে বাড়তে থাকা নিরাপত্তা ইস্যুগুলো, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, আন্তসীমান্ত অপরাধ, মানবপাচার, মাদক চোরাচালানের বিষয়গুলো তুলে ধরেন। মিয়ানমারের বন্ধু হিসেবে ভিয়েতনামকে চাপ দিতে অনুরোধ করেন এ কে আবদুল মোমেন।
আলাপকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আগামী বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্যাপনের আশা প্রকাশ করেন। এ সময়ে দুই দেশের বাণিজ্য বাড়াতে এবং বাংলাদেশের বাণিজ্য ব্যবধান কমাতে আহ্বান জানান তিনি। এ ছাড়া বাংলাদেশের হাইটেক পার্ক ও ১০০ অর্থনৈতিক অঞ্চলে ভিয়েতনামের ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করেন এ কে আবদুল মোমেন। ফোনালাপের সময়ে আসিয়ানে বাংলাদেশকে সেক্টরাল সংলাপ অংশীদার হিসেবে প্রার্থী হিসেবে ভিয়েতনামের সহযোগিতা চেয়েছেন এ কে আবদুল মোমেন। সেই সঙ্গে দুই দেশের মানুষে মানুষে যোগাযোগ বাড়ায় সন্তোষ প্রকাশ করে ভিয়েতনামের পর্যটকদের বাংলাদেশ ভ্রমণের জন্য উৎসাহ দেন তিনি।
দুই দেশের বাণিজ্য বাড়াতে যৌথ বাণিজ্য কমিশনের প্রস্তাব দেন ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী। আলাপকালে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে। এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক ক্ষেত্রে বিভিন্ন নির্বাচনে একত্রে কাজ করার বিষয়ে একমত হয়েছে তাঁরা। ফোনালাপে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি একে অপরকে নিজ দেশে সফরের আমন্ত্রণ জানান দুই পররাষ্ট্রমন্ত্রী।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং জহুরুল হক বিমান ঘাঁটিতে জ্বালানি তেল সরবরাহের জন্য পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্ট মাসে এই পাইপলাইনের কমিশনিং হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও পদ্মা অয়েল কোম্পানির সহকারী...
৪ মিনিট আগেসাতক্ষীরায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি সেতু ধসে পড়েছে। এতে সদর ও আশাশুনি উপজেলার অন্তত ২৫টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সেতুর নিচ দিয়ে অপরিকল্পিতভাবে নদী খনন এবং নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করায় এমন বিপর্যয় ঘটেছে।
৯ মিনিট আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
১৪ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
২১ মিনিট আগে