Ajker Patrika

ফরিদপুরে সালথা-নগরকান্দার ১৭ ইউনিয়নের নৌকার টিকিট পেলেন যারা

ফরিদপুর ও সালথা প্রতিনিধি
ফরিদপুরে সালথা-নগরকান্দার ১৭ ইউনিয়নের নৌকার টিকিট পেলেন যারা

ফরিদপুর-২ সংসদীয় আসন সালথা-নগরকান্দা। এই নির্বাচনী এলাকায় বর্তমান এমপি সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রবীণ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। এ নির্বাচনী এলাকার ১৭টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ভোট হবে। 

গতকাল রোববার রাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাঁদের চেয়ারম্যান প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে সালথা উপজেলা ৮ ইউনিয়নের ৭ টিতে বর্তমান চেয়ারম্যান এবং একটিতে নতুন প্রার্থী মনোনয়ন পেয়েছেন। 
 
এ ছাড়া নগরকান্দায় ৯ ইউনিয়নের মধ্যে বর্তমান ৬ চেয়ারম্যানকে (আওয়ামী লীগ বিদ্রোহী) বাদ দিয়ে পুরোনো প্রার্থীদেরই দেওয়া হয়েছে নৌকার টিকিট। বাকি তিনজনের মধ্যে দুজন গত নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী চেয়ারম্যান এবং একজন নতুন মুখ। 

সালথা উপজেলা ৮ ইউনিয়নের প্রার্থীসালথায় মনোনয়নপ্রাপ্তরা হলেন—
রামকান্তপুরে মো. আশরাফ আলী, যদুনন্দীতে আব্দুর রব মোল্লা, গট্টিতে হাবিবুর রহমান লাভলু, ভাওয়ালে মো. ফারুকুজ্জামান, সোনাপুরে মো. খায়রুজ্জামান, আঠঘরে শহীদুল হাসান খান, মাঝারদিয়ায় আফসারউদ্দিন মাতুব্বর, বল্লভদীতে নূরুল ইসলাম। 

নগরকান্দায় মনোনয়নপ্রাপ্তরা হলেন—
রামনগরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মান্দার ফকির, তালমায় উপজেলা আওয়ামী লীগের সদস্য রণজিৎ কুমার মণ্ডল, লস্করদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসকেন্দার মাতুব্বর, ডাঙ্গী তে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান চেয়ারম্যান কাজী আবুল কালাম, ফুলসুতি উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আরিফ হোসেন, কাইচাইল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন খান, চরযোশরদীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান সাহেব ফকির, পুরাপাড়াতে ব্রাহ্মণডাঙা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, কোদালিয়া শহীদনগর ইউনিয়নে বর্তমান জেলা পরিষদ সদস্য খন্দকার জাকির হোসেন নিলু। 

দলীয় মনোনয়ন প্রসঙ্গে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন বলেন, দলের সকল পর্যায়ে নেতা–কর্মীদের দলীয় সিদ্ধান্তের পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে। মনে রাখতে হবে যারা নৌকা পেয়েছে তাঁরা জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি। দলীয় প্রার্থীর বিরুদ্ধে যাওয়া কোন সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, যারা মনোনয়ন পাননি তাদের আওয়ামী লীগ ভিন্নভাবে মূল্যায়ন করবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত