Ajker Patrika

নরসিংদীতে করোনা শনাক্ত ১৪ জনের

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে করোনা শনাক্ত ১৪ জনের

নরসিংদীতে গতকাল সোমবার সকাল ৮ থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৩২২ জনে। বর্তমানে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৪৮। এর মধ্যে ৬ জন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। আজ সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। 

মো. নূরুল ইসলাম আরও জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। সব কটি নমুনার র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১৪ জন করোনায় পজিটিভ শনাক্ত হন। নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪৭ নতুন শনাক্তদের সদর উপজেলায় মধ্যে ৬ জন, শিবপুরে ২ জন ও পলাশে ৬ জন রয়েছেন। 

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৭২ হাজার ৫৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৭ হাজার ৩০০ জন, রায়পুরাতে ৬৫৪ জন, বেলাবতে ৮৮২ জন, মনোহরদীতে ৯৪৫ জন, শিবপুরে ১ হাজার ৭১৫ জন, পলাশে ১ হাজার ৮২৬ জন রয়েছেন। 

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন। এর মধ্যে সদরে ৪২ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১৩ জন রয়েছেন।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত