নারায়ণগঞ্জ প্রতিনিধি
৪০ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীদের হুমকির ভয়ে নারায়ণগঞ্জে টিংকু রঞ্জন দাস (৫৪) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শহরের নয়ামাটি এলাকার ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি গত বুধবার ঘটলেও চার দিন চিকিৎসাধীন থাকার পর আজ (রোববার) ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টিংকু রঞ্জন দাস নয়ামাটি এলাকার বেবি টেক্সটাইলের মালিক। তিনি শহরের সাহাপাড়া এলাকায় বসবাস করতেন।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার সন্ধ্যায় সন্ত্রাসীদের একটি দল কারখানায় আসে। তারা মালিকের কাছে ৪০ লাখ টাকা দাবি করে। টেবিলের সামনে ধারালো অস্ত্র রেখে ভয়ভীতি দেখানো হয়। এ সময় সঙ্গে সঙ্গে আতঙ্কে স্ট্রোক হয় তাঁর। পরে তাঁকে নারায়ণগঞ্জে একটি হাসপাতাল এবং পরে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
কারখানার শ্রমিক মোহাম্মদ পনির বলেন, ‘ঘটনার দিন সন্ধ্যায় হঠাৎ ৪০ জনের একটি দল কারখানায় আসে। তারা মালিকের কাছে ৪০ লাখ টাকা দাবি করে। টেবিলের সামনে ধারালো অস্ত্র রেখে ভয়ভীতি দেখায়। এসব দেখার সঙ্গে সঙ্গেই আতঙ্কে স্ট্রোক হয় তাঁর। পরে প্রথমে নারায়ণগঞ্জে একটি হাসপাতালে এবং পরে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়।’
ব্যবসায়ীর ভাই রিংকু দাস বলেন, ‘আমার ভাই কোনো রাজনীতি করত না। যারা চাঁদা চাইতে এসেছিল, তারা কোনো দল করে না। ওরা নয়ামাটি এলাকায় সন্ত্রাসীপনা করে আর চাঁদাবাজি করে ব্যবসায়ীদের জিম্মি করে রাখে। ভয়ভীতি দেখানোর কারণে আমার ভাইটা মারা গেল। আমরা লাশ আমাদের পৈতৃক ভিটা কিশোরগঞ্জে নিয়ে যাচ্ছি। ফিরে এসে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
কারা চাঁদা দাবি করেছে জানতে চাইলে রিংকু দাস বলেন, ‘আমরা অধিকাংশকেই চিনি না। তবে জিমখানা এলাকার মাদক ব্যবসায়ী রনি, শাহ আলমের লোকজন তাদের বাহিনী নিয়ে এসেছে।’
কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, ‘ঘটনাটা আজকেই জানতে পেরেছি। এত দিন পুরো শহরে পাহারা বসিয়ে সবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে। কিন্তু একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল। ভুক্তভোগীর পরিবার ফিরে এলে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই সন্ত্রাসীরা সুযোগসন্ধানী। তারা বিভিন্ন দুর্বল মানুষকে টার্গেট করে চাঁদাবাজি করে যাচ্ছে।’
৪০ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীদের হুমকির ভয়ে নারায়ণগঞ্জে টিংকু রঞ্জন দাস (৫৪) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শহরের নয়ামাটি এলাকার ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি গত বুধবার ঘটলেও চার দিন চিকিৎসাধীন থাকার পর আজ (রোববার) ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টিংকু রঞ্জন দাস নয়ামাটি এলাকার বেবি টেক্সটাইলের মালিক। তিনি শহরের সাহাপাড়া এলাকায় বসবাস করতেন।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার সন্ধ্যায় সন্ত্রাসীদের একটি দল কারখানায় আসে। তারা মালিকের কাছে ৪০ লাখ টাকা দাবি করে। টেবিলের সামনে ধারালো অস্ত্র রেখে ভয়ভীতি দেখানো হয়। এ সময় সঙ্গে সঙ্গে আতঙ্কে স্ট্রোক হয় তাঁর। পরে তাঁকে নারায়ণগঞ্জে একটি হাসপাতাল এবং পরে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
কারখানার শ্রমিক মোহাম্মদ পনির বলেন, ‘ঘটনার দিন সন্ধ্যায় হঠাৎ ৪০ জনের একটি দল কারখানায় আসে। তারা মালিকের কাছে ৪০ লাখ টাকা দাবি করে। টেবিলের সামনে ধারালো অস্ত্র রেখে ভয়ভীতি দেখায়। এসব দেখার সঙ্গে সঙ্গেই আতঙ্কে স্ট্রোক হয় তাঁর। পরে প্রথমে নারায়ণগঞ্জে একটি হাসপাতালে এবং পরে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়।’
ব্যবসায়ীর ভাই রিংকু দাস বলেন, ‘আমার ভাই কোনো রাজনীতি করত না। যারা চাঁদা চাইতে এসেছিল, তারা কোনো দল করে না। ওরা নয়ামাটি এলাকায় সন্ত্রাসীপনা করে আর চাঁদাবাজি করে ব্যবসায়ীদের জিম্মি করে রাখে। ভয়ভীতি দেখানোর কারণে আমার ভাইটা মারা গেল। আমরা লাশ আমাদের পৈতৃক ভিটা কিশোরগঞ্জে নিয়ে যাচ্ছি। ফিরে এসে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
কারা চাঁদা দাবি করেছে জানতে চাইলে রিংকু দাস বলেন, ‘আমরা অধিকাংশকেই চিনি না। তবে জিমখানা এলাকার মাদক ব্যবসায়ী রনি, শাহ আলমের লোকজন তাদের বাহিনী নিয়ে এসেছে।’
কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, ‘ঘটনাটা আজকেই জানতে পেরেছি। এত দিন পুরো শহরে পাহারা বসিয়ে সবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে। কিন্তু একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল। ভুক্তভোগীর পরিবার ফিরে এলে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই সন্ত্রাসীরা সুযোগসন্ধানী। তারা বিভিন্ন দুর্বল মানুষকে টার্গেট করে চাঁদাবাজি করে যাচ্ছে।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের হয়রানি ও জিম্মি করে প্রতারণার অভিযোগে র্যাব-১৪ অভিযান চালিয়ে ১৪ জন দালালকে আটক করেছে। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে আটক ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
১ মিনিট আগেবরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক সিমুলেশন ল্যাবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৮টি কক্ষের সমন্বয়ে গঠিত এ ল্যাবের উদ্বোধন করেন শেবাচিমের অধ্যক্ষ ফয়জুল বাশার।
৬ মিনিট আগেযশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন তিন উপদেষ্টা। জলাবদ্ধ এলাকা পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে বিলে গিয়ে কৃষকের ধান কাটা দেখা ও তাঁদের সঙ্গে কথা বলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র...
১৩ মিনিট আগেঢাকার বনানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা র্যাব-১১
১ ঘণ্টা আগে