Ajker Patrika

বরিশাল মেডিকেলে শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক ল্যাব উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক সিমুলেশন ল্যাবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৮টি কক্ষের সমন্বয়ে গঠিত এ ল্যাবের উদ্বোধন করেন শেবাচিমের অধ্যক্ষ ফয়জুল বাশার।

চিকিৎসকেরা জানান, ল্যাবে থাকা কৃত্রিম মানবদেহসহ বিভিন্ন অঙ্গপ্রতঙ্গের মধ্য দিয়ে হাতে-কলমে চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ নিতে পারবেন শিক্ষার্থীরা। ফলে মানবদেহ ছাড়াই সহজেই সিপিআর, নরমাল ডেলিভারি, বেসিক ও অ্যাডভান্স লাইফ সাপোর্ট সম্পর্কে সহজেই জ্ঞান অর্জন করতে পারবে তারা। অত্যাধুনিক উপকরণ পেয়ে খুশি শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন শেবাচিমের উপাধ্যক্ষ ডা. রেফায়েতুল হায়দার, শেবাচিম শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ ও সাধারণ সম্পাদক ডা. সিহাব উদ্দিন, ডা. মো. শফিকুল ইসলাম, ডা. শফিকুল ইসলাম, ডা. আকবর কবির, ল্যাব পরিচালনা পর্ষদের সভাপতি ডা. চন্দনা সরকার প্রমুখ।

শেবাচিমের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, ‘ক্যাম্পাসের মধ্যেই এখন হাতে-কলমে একাধিকবার কৃত্রিম মানবদেহ কাটাছেঁড়া করে প্রশিক্ষণ নিতে পারব। উন্নত বিশ্বের এ মডেল ব্যবহারের মধ্য দিয়ে আমাদের শিক্ষা কার্যক্রমে আরও গতি আসবে।’

শেবাচিমের অধ্যক্ষ বলেন, অত্যাধুনিক এ উপকরণগুলোর মধ্য দিয়ে কম সময়ে ও কার্যকর পদ্ধতিতে স্বাস্থ্যবিষয়ক শিক্ষা নিতে পারবেন শিক্ষার্থীরা। তাই রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত