অর্চি হক, ঢাকা
প্রত্যন্ত অঞ্চলের এক গাঁয়ের বধূ তিনি। কিন্তু আর দশটা পল্লিবধূর মতো ঘরের কোণে মুখ লুকিয়ে চুপচাপ বসে থাকতেন না কখনোই। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতেন সব সময়। আর এই অপরাধেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে স্বামী-সন্তানদের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হয় তাঁকে। অনেকেরই হয়তো মনে পড়ে যাবে, নোয়াখালীর সুবর্ণচরের ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের ঘটনাটা। সেই নির্যাতিতার হাতেই আজ শনিবার উঠল ‘চেঞ্জমেকার অ্যাওয়ার্ড’। আমরাই পারি জোট আয়োজিত নারী নির্যাতনের বিরুদ্ধে জাতীয় সম্মেলনে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
আজকের পত্রিকাকে এই নির্যাতিতা বলেন, ‘পদক পেয়ে ভালো লাগছে। এটা তো একটা সাহস।’
সম্মেলনে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় এসেছিলেন তিনি। কিন্তু সম্মেলনে যোগ দেওয়া অন্যদের মতো ঘুরে ফিরে সময় কাটাবার ফুরসত ছিল না তাঁর। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই তাঁকে নিজ গ্রামের পথে রওনা হতে হয়। সাহসী এই নারী জানান, কাল (রোববার) মামলার তারিখ আছে। নোয়াখালী আদালতে হাজির হতে হবে তাঁকে। তাই সময় নষ্ট করার অবকাশ নেই।
সুবর্ণচরের এই নির্যাতিতাকে সহায়তা দিচ্ছে আমরাই পারি জোট। আমরাই পারির প্রধান নির্বাহী জিনাত আরা হক জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের ঘটনাটার পর শুরুতে প্রচার করা হয়েছিল ভোট দেওয়াকে কেন্দ্র করে ওই নারীর ওপর নির্যাতন চালানো হয়। কিন্তু পরবর্তীতে বিশদভাবে পর্যবেক্ষণের পর দেখা যায়, ভোট দেওয়া নয়, বরং ওই নারী অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠ থাকার কারণেই তাঁকে লক্ষ্য বানানো হয়েছিল।
জিনাত আরা হক আজকের পত্রিকাকে বলেন, ‘ভোট দেওয়ার জন্য গণধর্ষণ করা হয়েছে, এটা ভুল। তিনি সব সময় সোচ্চার থাকতেন বলেই তাঁকে ওই নৃশংসতার মধ্য দিয়ে যেতে হয়েছিল।’
২০১৮ সালের ওই ঘটনার পর কেটে গেছে তিন বছর। কিন্তু এখনো লড়াই করে যেতে হচ্ছে সুবর্ণচরের নির্যাতিতাকে। মামলা তুলে নিতে এখনো পান হুমকি। তাঁকে নিয়ে হাসি ঠাট্টাও করে এলাকাবাসী। কিন্তু তারপরও দমে যাওয়ার পাত্রী নন তিনি। জানালেন, অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত তিনি লড়ে যাবেন।
প্রত্যন্ত অঞ্চলের এক গাঁয়ের বধূ তিনি। কিন্তু আর দশটা পল্লিবধূর মতো ঘরের কোণে মুখ লুকিয়ে চুপচাপ বসে থাকতেন না কখনোই। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতেন সব সময়। আর এই অপরাধেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে স্বামী-সন্তানদের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হয় তাঁকে। অনেকেরই হয়তো মনে পড়ে যাবে, নোয়াখালীর সুবর্ণচরের ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের ঘটনাটা। সেই নির্যাতিতার হাতেই আজ শনিবার উঠল ‘চেঞ্জমেকার অ্যাওয়ার্ড’। আমরাই পারি জোট আয়োজিত নারী নির্যাতনের বিরুদ্ধে জাতীয় সম্মেলনে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
আজকের পত্রিকাকে এই নির্যাতিতা বলেন, ‘পদক পেয়ে ভালো লাগছে। এটা তো একটা সাহস।’
সম্মেলনে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় এসেছিলেন তিনি। কিন্তু সম্মেলনে যোগ দেওয়া অন্যদের মতো ঘুরে ফিরে সময় কাটাবার ফুরসত ছিল না তাঁর। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই তাঁকে নিজ গ্রামের পথে রওনা হতে হয়। সাহসী এই নারী জানান, কাল (রোববার) মামলার তারিখ আছে। নোয়াখালী আদালতে হাজির হতে হবে তাঁকে। তাই সময় নষ্ট করার অবকাশ নেই।
সুবর্ণচরের এই নির্যাতিতাকে সহায়তা দিচ্ছে আমরাই পারি জোট। আমরাই পারির প্রধান নির্বাহী জিনাত আরা হক জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের ঘটনাটার পর শুরুতে প্রচার করা হয়েছিল ভোট দেওয়াকে কেন্দ্র করে ওই নারীর ওপর নির্যাতন চালানো হয়। কিন্তু পরবর্তীতে বিশদভাবে পর্যবেক্ষণের পর দেখা যায়, ভোট দেওয়া নয়, বরং ওই নারী অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠ থাকার কারণেই তাঁকে লক্ষ্য বানানো হয়েছিল।
জিনাত আরা হক আজকের পত্রিকাকে বলেন, ‘ভোট দেওয়ার জন্য গণধর্ষণ করা হয়েছে, এটা ভুল। তিনি সব সময় সোচ্চার থাকতেন বলেই তাঁকে ওই নৃশংসতার মধ্য দিয়ে যেতে হয়েছিল।’
২০১৮ সালের ওই ঘটনার পর কেটে গেছে তিন বছর। কিন্তু এখনো লড়াই করে যেতে হচ্ছে সুবর্ণচরের নির্যাতিতাকে। মামলা তুলে নিতে এখনো পান হুমকি। তাঁকে নিয়ে হাসি ঠাট্টাও করে এলাকাবাসী। কিন্তু তারপরও দমে যাওয়ার পাত্রী নন তিনি। জানালেন, অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত তিনি লড়ে যাবেন।
বর্তমান সংস্কার নিয়ে যাঁরা নির্বাচন বিলম্ব করছেন। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত করছেন। তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
১ সেকেন্ড আগেহবিগঞ্জের চুনারুঘাটে ১১ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই চুনারুঘাট থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি গতকাল সোমবার তিনজনের নাম উল্লেখসহ চারজনের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও
৫ মিনিট আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এক রোগীর শরীরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের একলামশিয়া ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘এ দেশের ক্ষমতার চেয়ারে যে বসে সে-ই সবকিছু লুটেপুটে খেতে চায়। দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি করে। বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই।’ সিলেটের বিশ্বনাথ পৌরসভার কামালপুরে গতকাল সোমবার রাতে আল হেরা জামেয়া
১১ মিনিট আগে