Ajker Patrika

চাচাকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার তরুণ কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি
চাচাকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার তরুণ কারাগারে

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাকে ছুরিকাঘাতে হত্যার মামলায় প্রধান আসামি আবদুল হাকিমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে গতকাল রোববার বিকেলে গাজীপুর জেলার টঙ্গী থানার আল-আকসা মসজিদ রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আবদুল হাকিম উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের সোলেয়মান হোসেনের ছেলে। 

নিহত সবুজ মিয়া (৫০) হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর বাঘারিচর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। 

আজ বেলা ১১টার দিকে হোসেনপুর থানায় সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন। 

ওসি নাহিদ হাসান সুমন জানান, গত ৯ এপ্রিল সকালে উত্তর গোবিন্দপুর গ্রামের সবুজ মিয়া ও গফুর মাস্টারের মধ্যে বিরোধপূর্ণ ফসলি জমি নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। পরে ওই দিন বিকেলের দিকে হাকিম, গফুর মাস্টারসহ ৮ থেকে ১০ জন সবুজ মিয়া ও হারেছের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। তাঁর ছোট ভাইয়ের অবস্থা শঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। 

ওসি আরও জানান, গত ১০ এপ্রিল নিহতের স্ত্রী শান্তি আক্তার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে হোসেনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। গতকাল অভিযান চালিয়ে আব্দুল হাকিমকে গ্রেপ্তার করা হয়। এ হত্যা মামলায় এর আগে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত