Ajker Patrika

ফাইন্যান্স কোম্পানির নামে শতকোটি টাকা প্রতারণা, গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৫: ৪৯
ফাইন্যান্স কোম্পানির নামে শতকোটি টাকা প্রতারণা, গ্রেপ্তার ২ 

প্রতি লাখে মাসিক দেড় হাজার টাকা লাভ দেওয়ার প্রলোভনে প্রায় ১ হাজার ১০০ মানুষের কাছ থেকে শতকোটি টাকা আত্মসাৎ করা দুই প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আহমেদিয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স এমসিএস লিমিটেড নামে একটি কোম্পানি খুলে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছিল গ্রেপ্তার মো. মনির আহমেদ (৫১) ও মো. সাইফুল ইসলাম। 

আজ রোববার রাজধানীর গুলশান এলাকা থেকে এই দুই প্রতারককে গ্রেপ্তারের পর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অধিক লাভের প্রলোভনে আহমদিয়া ফাইন্যান্সে গ্রাহকেরা টাকা জমা রাখার পর কয়েক মাস পর্যন্ত নিয়মিত লভ্যাংশ পেত। পরে প্রতারকেরা টালবাহানা করে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় এবং প্রতিষ্ঠান বন্ধ করে উধাও হয়ে যায়। 

লাভের আশায় রাখা গ্রাহকদের সঞ্চয়ের টাকা এই প্রতারণা চক্র আহমদিয়া অ্যাপার্টমেন্ট অ্যান্ড বিল্ডার্স এবং ইউরোস্টার হোম অ্যাপ্লায়েন্স কোম্পানিতে সরিয়ে নেয়। এই ঘটনায় ডিএমপির কাফরুল থানায় একটি প্রতারণার মামলা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ মামলাটি অধিগ্রহণ করে প্রতারকদের শনাক্ত করে গ্রেপ্তার করে।

এদিকে দুই প্রতারককে গ্রেপ্তারের খবর পেয়ে প্রতারিত সঞ্চয়কারীদের মধ্যে প্রায় শতাধিক ব্যক্তি ডিবি কার্যালয়ের সামনে আসেন। তাদের একজন মো. জলিল পেশায় তৈরি পোশাক কারখানার শ্রমিক। তিনি বলেন, ‘দুই দফায় দেড় লাখ টাকা সঞ্চয় রেখেছিলাম এই কোম্পানিতে। কিন্তু লাভের টাকা পেয়ে মূল টাকা চাইতে গেলে তারা আমাকে হুমকি-ধমকি দিয়ে ঘাড় ধরে বের করে দেয়। আমার দুইটা মেয়ে অসুস্থ, তাদের চিকিৎসা করাতে পারছিলাম না। উপায় না পেয়ে তাদের কাছে মেয়ের চিকিৎসা করানোর জন্য ৩০ হাজার টাকা চেয়েছিলাম হাতে-পায়ে ধরে। তবু তাদের মন গলে নাই। চিকিৎসার অভাবে আমার একটা মেয়ে মারাই গেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত