Ajker Patrika

প্যানেলভিত্তিক শিক্ষক নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৪: ২৬
প্যানেলভিত্তিক শিক্ষক নিয়োগের দাবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে নিবন্ধনধারীরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হচ্ছেন। এই পরিস্থিতিতে নিবন্ধন পরীক্ষা বন্ধ রেখে প্যানেলভিত্তিক নিয়োগের দাবি জানিয়েছে প্যানেল-প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন। 

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনের সদস্যরা এ দাবি তুলে ধরেন। 

প্যানেল-প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি মো. আমির হোসেন বলেন, এনটিআরসিএর ভুল সিদ্ধান্তে বারবার নিবন্ধনধারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এনটিআরসিএর দেওয়া ২০১৮ সালের দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে ৩৫ বছরের বেশি বয়সীদের আবেদনের সুযোগ রাখা হয়নি। এতে ক্ষতিগ্রস্ত হন ১ থেকে ১২তমদের ৩৫+ নিবন্ধনধারী।' 

সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল আলম বলেন, 'শিক্ষক নিবন্ধন সনদ চাকরির সনদ, একাডেমিক সনদ নয়। তাই সনদ যার, চাকরি তাঁর নিয়ম করা উচিত। জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং কৃত্রিম শিক্ষক সংকট দূরীকরণে প্যানেলভিত্তিক নিয়োগের বিকল্প নেই। মুজিববর্ষের উপহারস্বরূপ একটি বিশেষ বিজ্ঞপ্তিই পারে এক আবেদনে প্যানেলভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে। এর মাধ্যমে অভিশাপমুক্ত হবেন অসহায় নিবন্ধিত শিক্ষকেরা।' 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সুজাউর রহমান, সহসভাপতি ফারহানা আজাদ, সেলিম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত