Ajker Patrika

লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২৪, ২২: ৪২
লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার বিকেলে নদীর সেন্ট্রাল খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

মৃত ওই যুবকের নাম আল আমিন (২৫)। তিনি ফতুল্লা থানার মাসদাইর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা আনন্দ বাসের চালক ছিলেন আল আমিন। 

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে নদীতে পড়ে যান ওই যুবক। নিখোঁজে সংবাদ পেয়ে শুক্রবার সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার সকালে আমাদের জানানো হয়, রাতে কোনো এক ব্যক্তি নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে জানাই। বিকেলে ডুবুরি দল তাঁর লাশ উদ্ধার করতে সক্ষম হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি পা পিছলে পড়ে গেছে, নাকি কেউ আঘাত করে তাঁকে পানিতে ফেলে দিয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে। লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত