Ajker Patrika

জিসিসি নির্বাচন: মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন হাসান সরকারের ভাতিজা

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৫: ৩২
জিসিসি নির্বাচন: মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন হাসান সরকারের ভাতিজা

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে আজ বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এই দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারের ভাতিজা শাহনুর ইসলাম সরকার রনি।

রনি বিএনপির সাবেক কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সরকারের ছেলে। নুরুল ইসলাম সরকার গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। বর্তমানে তিনি জেলে রয়েছেন।

আজ সকালে রনি কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, মুসলিম উদ্দিন, চান মিয়া প্রমুখ।

মনোনয়নপত্র গ্রহণ করে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম আচরণবিধি মেনে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর জন্য আহ্বান জানান।

মনোনয়নপত্র জমাদানের পর রনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘আমি কয়েক মাস ধরে মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরেছি। সাধারণ মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। আমি তাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। তারা আমাকে নির্বাচন করার জন্য উৎসাহিত করেছেন। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’

বিএনপি পরিবারের সন্তান হিসেবে নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সমর্থন বা বাধা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার পরিবারের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি আশা করি, আমার পারিবারিক অবদান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে শুধু বিএনপি নয়, রাজনৈতিক দল-মতনির্বিশেষে সবাই আমাকে সমর্থন করবেন।’

অন্য এক প্রশ্নের জবাবে ২০০৬ সালের টঙ্গী পৌর নির্বাচনের ফলাফলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সেই নির্বাচন প্রমাণ করে, আমার পরিবারের জনপ্রিয়তা রয়েছে। তাই সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত