নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার শত চেষ্টা করলেও বর্তমান প্রক্রিয়ায় একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত ‘ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড দ্য রুল অব ল ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘বর্তমান প্রসেস যদি থাকে, তাহলে শত চেষ্টা করলেও একটা নিউট্রাল নির্বাচন করতে পারবে না সরকার। গত ১৪-১৫ বছরের সরকারি কর্মকর্তা যাঁরা চাকরিতে ছিলেন, তাঁরা কি পলিটিক্যাল পার্টির ফেবার নেননি? সরকারি চাকরিজীবীরা জানেন, আজকে যদি আরেকটা সরকার আসে, তাহলে প্রথমে তার চাকরিটা নিয়ে টানাটানি করবে। ভালো ছাত্ররাই পরীক্ষা দিয়ে ক্যাডার সার্ভিসে যায়। ফাউন্ডেশন ট্রেনিংয়ে দুই মাস অনেক কিছু শেখানো হয়। সবকিছু বোঝানোর শেষের দিকে একটা লেকচার দেওয়া হয়। এই দুই মাসে যা শিখেছো, এর বাইরে মূল কথা হলো, বস কী চায় সেভাবে করতে হবে। এতেই তার বিদ্যা শেষ হয়ে যায়। ওই ছাত্র যা শিখে এসেছে আর যা শিখেছে, তার সবকিছু এখানে গোল্লায় যায়। এটি হচ্ছে ব্রিটিশদের দেওয়া পিরামিড অ্যাডমিনিস্ট্রেশন।’
আবদুর রউফ আরো বলেন, ‘বাংলাদেশের সংবিধানে দুটি জিনিস ঢোকানো হয়েছে এবং কেন ঢোকানো হয়েছে তা আমরা এখনো জানি না। দুটি জিনিস হচ্ছে গণতন্ত্র ও সমাজতন্ত্র। এগুলো তেল ও পানির মতো, যা একে অপরের সঙ্গে মেশে না। যাঁরা কনস্টিটিউশন ঢুকিয়েছেন, তাঁরাই বলতে পারবেন কেন এটি সেখানে ঢুকিয়েছেন। যাঁরা কনস্টিটিউশন ক্লেম করেছিলেন, তাঁদের মাথায় এটি এলেও তাঁরা বেকায়দায় পড়ে এটি করেছেন।’
সাবেক প্রধান নির্বাচন কমিশনার আক্ষেপ করে বলেন, ‘আইডি কার্ডের সিস্টেমটা আমি করেছিলাম। কিন্তু বর্তমান ইলেকশন কমিশনে আমার সময়কার কোনো রেকর্ড-পত্র নেই।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট ড. মো. গোলাম রহমান ভুঁইয়াসহ অন্যরা।
সরকার শত চেষ্টা করলেও বর্তমান প্রক্রিয়ায় একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত ‘ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড দ্য রুল অব ল ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘বর্তমান প্রসেস যদি থাকে, তাহলে শত চেষ্টা করলেও একটা নিউট্রাল নির্বাচন করতে পারবে না সরকার। গত ১৪-১৫ বছরের সরকারি কর্মকর্তা যাঁরা চাকরিতে ছিলেন, তাঁরা কি পলিটিক্যাল পার্টির ফেবার নেননি? সরকারি চাকরিজীবীরা জানেন, আজকে যদি আরেকটা সরকার আসে, তাহলে প্রথমে তার চাকরিটা নিয়ে টানাটানি করবে। ভালো ছাত্ররাই পরীক্ষা দিয়ে ক্যাডার সার্ভিসে যায়। ফাউন্ডেশন ট্রেনিংয়ে দুই মাস অনেক কিছু শেখানো হয়। সবকিছু বোঝানোর শেষের দিকে একটা লেকচার দেওয়া হয়। এই দুই মাসে যা শিখেছো, এর বাইরে মূল কথা হলো, বস কী চায় সেভাবে করতে হবে। এতেই তার বিদ্যা শেষ হয়ে যায়। ওই ছাত্র যা শিখে এসেছে আর যা শিখেছে, তার সবকিছু এখানে গোল্লায় যায়। এটি হচ্ছে ব্রিটিশদের দেওয়া পিরামিড অ্যাডমিনিস্ট্রেশন।’
আবদুর রউফ আরো বলেন, ‘বাংলাদেশের সংবিধানে দুটি জিনিস ঢোকানো হয়েছে এবং কেন ঢোকানো হয়েছে তা আমরা এখনো জানি না। দুটি জিনিস হচ্ছে গণতন্ত্র ও সমাজতন্ত্র। এগুলো তেল ও পানির মতো, যা একে অপরের সঙ্গে মেশে না। যাঁরা কনস্টিটিউশন ঢুকিয়েছেন, তাঁরাই বলতে পারবেন কেন এটি সেখানে ঢুকিয়েছেন। যাঁরা কনস্টিটিউশন ক্লেম করেছিলেন, তাঁদের মাথায় এটি এলেও তাঁরা বেকায়দায় পড়ে এটি করেছেন।’
সাবেক প্রধান নির্বাচন কমিশনার আক্ষেপ করে বলেন, ‘আইডি কার্ডের সিস্টেমটা আমি করেছিলাম। কিন্তু বর্তমান ইলেকশন কমিশনে আমার সময়কার কোনো রেকর্ড-পত্র নেই।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট ড. মো. গোলাম রহমান ভুঁইয়াসহ অন্যরা।
এখন থেকে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালো দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. রইছ উদ্দিন। একই সময় উপদেষ্টার দিকে বোতল ছুড়ে মারা শিক্ষার্থীকে গ্রেপ্তারে বিরত থাকতেও বলেছেন তিনি।
৭ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে অপরাজেয় বাংলার পাদদেশে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই সমাবেশে...
১২ মিনিট আগেরাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
১ ঘণ্টা আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে