গাজীপুরের শ্রীপুরে ট্রেন দুর্ঘটনার পর নাশকতাকারীদের খুঁজতে পাশের গ্রামে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামে স্থানীয় প্রশাসন, পুলিশ, র্যাব ও বিজিবি সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করছে।
এ বিষয়ে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, গতকাল বুধবার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এই এলাকায় এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য সিভিল প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
রফিকুল ইসলাম আরও বলেন, ‘আমরা মনে করি, যেভাবে গ্যাস দিয়ে রেললাইন কেটে ফেলা হয়েছে, সে কাজ এই অঞ্চলের মানুষ ছাড়া বাইরের কোনো জেলা থেকে লোকজন এসে করেনি। বিষয়টি মাথায় রেখে আমরা বনখড়িয়া গ্রাম ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করছি। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোনো সন্দেহভাজনকে পেলে গ্রেপ্তার করব।’
সরেজমিনে দেখা যায়, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুনের নেতৃত্বে তিন প্লাটুন বিজিবি, বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্যদের সমন্বয়ে বনখড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন বাড়ি, দোকানপাট, সন্দেহভাজন ব্যক্তি, গ্যাস সিলিন্ডারের দোকানিদের জিজ্ঞাসাবাদ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকে ট্রেনে নাশকতার ঘটনায় বনখড়িয়া ও আশপাশের এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। যৌথ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য রয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার ভোরে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। তাতে একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়।
গাজীপুরের শ্রীপুরে ট্রেন দুর্ঘটনার পর নাশকতাকারীদের খুঁজতে পাশের গ্রামে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামে স্থানীয় প্রশাসন, পুলিশ, র্যাব ও বিজিবি সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করছে।
এ বিষয়ে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, গতকাল বুধবার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এই এলাকায় এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য সিভিল প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
রফিকুল ইসলাম আরও বলেন, ‘আমরা মনে করি, যেভাবে গ্যাস দিয়ে রেললাইন কেটে ফেলা হয়েছে, সে কাজ এই অঞ্চলের মানুষ ছাড়া বাইরের কোনো জেলা থেকে লোকজন এসে করেনি। বিষয়টি মাথায় রেখে আমরা বনখড়িয়া গ্রাম ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করছি। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোনো সন্দেহভাজনকে পেলে গ্রেপ্তার করব।’
সরেজমিনে দেখা যায়, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুনের নেতৃত্বে তিন প্লাটুন বিজিবি, বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্যদের সমন্বয়ে বনখড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন বাড়ি, দোকানপাট, সন্দেহভাজন ব্যক্তি, গ্যাস সিলিন্ডারের দোকানিদের জিজ্ঞাসাবাদ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকে ট্রেনে নাশকতার ঘটনায় বনখড়িয়া ও আশপাশের এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। যৌথ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য রয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার ভোরে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। তাতে একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাকির হোসেনকে কুড়িগ্রামের রৌমারী থানার চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
৬ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দে সুতার গুদামে অগ্নিকাণ্ডে কাঁচামাল পুড়ে গেছে এবং মো. এনামুল হোসেন (৪০) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সিরাজগঞ্জ সদরের এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১০ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে জগন্নাথকাঠি বাজারের নবনির্মিত স্টলঘরের উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও, এসিল্যান্ডসহ পাঁচশ লোকের আপ্যায়ন ও স্টলে বসার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে ১ হাজার টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। বাজারের আহ্বায়ক কমিটি নিজেদের ছাপানো সদস্য ফরম বিক্রির মাধ্যমে ওই চাঁদার..
১২ মিনিট আগেরাজধানীর উত্তরায় পরীক্ষা শেষে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মো. নাঈম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তার সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা সোয়া ৩টার...
২০ মিনিট আগে