Ajker Patrika

উত্তরায় বাস চাপায় পথচারী নিহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
উত্তরায় বাস চাপায় পথচারী নিহত

রাজধানীর উত্তরায় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস চাপায় মো. শহিদুল ইসলাম (৪৩) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক চালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ময়মনসিংহ-ঢাকা মহসড়কের উত্তরার আব্দুল্লাহপুরে আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া ওই চালল হলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলাম।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক পুলিশের আব্দুল্লাহপুর ট্রাফিক বক্সের টিআই মো. মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল্লাহপুরের খন্দকার সিএনজি পাম্পের সামনে ভিক্টর পরিবহনের (ঢাকা মেট্রো মেট্রো-ব-১৫-০৫৪১) একটি বাস এক পথচারীকে ধাক্কা দিলে নিচে পরে যায়। পরে তার উপর দিয়ে বাসটি উঠিয়ে দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

টিআই মেহেদী হাসান বলেন, ‘ঘটনাস্থল থেকে ঘাতক চালক ও বাসটি আটক করে উত্তরা পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

অপরদিকে উত্তরা পূর্ব থানারর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত পথচারীর মরদেহ সুরতাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।’

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া গাড়ীসহ চালক সাইফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মজিবুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত