Ajker Patrika

মগবাজারের ২৬ শতাংশ জমি নিয়ে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৩: ০০
মগবাজারের ২৬ শতাংশ জমি নিয়ে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি 

বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতির মগবাজারের ২৬ শতাংশ জমির অধিগ্রহণ বাতিল করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে ওই জমিতে উভয় পক্ষের স্থিতাবস্থা বজায় রাখারও নির্দেশ দিয়েছেন আদালত। 

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ রোববার এই আদেশ দেন। 

রোববার শুনানিতে আদালত বলেন, এটা জনস্বার্থে অধিগ্রহণ করা হয়নি, আমরা সেটা দেখব। তবে জমির মালিকানা নিয়ে দাখিল করা আমলনামা সঠিক কি না, সেটাও দেখতে হবে। কেননা, আমলনামা ছাড়া আর কোনো কাগজ তো দেখতে পাচ্ছি না। 

মামলা সূত্রে জানা যায়, রাজধানীর মগবাজারে ২৬ দশমিক ৪৪ শতাংশ জমির মূল মালিক বীরেন্দ্র কুমার নাথ। ১৯৪৫ সালে আমলনামামূলে ওই জমি সিরাজ কমান্ডারকে দিয়ে তিনি দেশ ছাড়েন। পরে সিরাজ কমান্ডার তাঁর নামে নামজারি করে খারিজ করে নেন। বসবাস করতে থাকেন পরিবারসহ। সেই সঙ্গে হোল্ডিং ট্যাক্স, বিদ্যুৎ বিল, পানির বিল এবং খাজনাও পরিশোধ করেন। 

এদিকে ওই জমি অধিগ্রহণ করে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতিকে দিলে ২০১০ সালের শেষের দিকে তাদের ওই বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। ওই বছরই অধিগ্রহণ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সিরাজ কমান্ডারের সন্তানেরা। রিটের পরিপ্রেক্ষিতে ২০১২ সালে হাইকোর্ট অধিগ্রহণ অবৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ২০১২ সালে লিভ টু আপিল করে সরকার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত