Ajker Patrika

কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৮: ০৪
কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। অবরোধকারী শিক্ষার্থীদের অবস্থান শাহবাগ থেকে পরীবাগ হয়ে বাংলামোটর মোড় পর্যন্ত পৌঁছেছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেলা ৪টা ৩৫ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের ফলে শাহবাগ মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, নারী শিক্ষার্থীরা গরমের কারণে ছাতা নিয়ে অবস্থান নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসছি না। আমাদের একটা অংশ মৎস্য ভবন এলাকা অবরোধ করবে। পাশাপাশি ভাগ ভাগ হয়ে পরীবাগ মোড়, কারওয়ান বাজার মোড়ও অবরোধ করবে। শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে এসেছেন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচি চলছে; পাশাপাশি ক্লাস পরীক্ষা বর্জনও চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে। এখন আমাদের দাবি শুধু একটাই। অন্য কোনো দাবি নিয়ে আর আন্দোলন করছি না।’

 শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ। ছবি: আজকের পত্রিকাএ সময় শিক্ষার্থীরা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’,‘সংবিধানের মূল কথা, সবার জন্য সমতা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত