Ajker Patrika

শ্যামলীর ভবনের ১৯ তলা থেকে একটি লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জুন ২০২৩, ১২: ৪২
শ্যামলীর ভবনের ১৯ তলা থেকে একটি লাশ উদ্ধার

রাজধানীর শ্যামলীর মিরপুর রোডে ২০ তলা রূপায়ণ শেলটেক ভবনের ১৯ তলা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ভবনে আটকে পড়া ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫ জন নারী ও ১৮ জন পুরুষ।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, এখন পর্যন্ত তাঁদের ধারণা, ভবনের ডার্ক লাইনে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। পরে আগুন তার বেয়ে ওপরের দিকে উঠে গেছে।

মরদেহ উদ্ধারে বিষয়ে জানা যায়, সপ্তম তলায় আগুনের সূত্রপাত হলেও ১৯ তলা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ফ্লোরে নিপা ফার্মাসিটিক্যালস ও ডেটা সফটওয়্যার নামে দুটি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এই ফ্লোরে মরদেহটি পড়ে ছিল। তবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন, ধোয়ায় নিশ্বাস বন্ধ হয়ে তিনি মারা গিয়ে থাকতে পারেন। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেননি কেউ।

এদিকে শ্যামলীর মিরপুর রোডের ২০ তলা রূপায়ণ শেলটেক ভবনের আগুন প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, রাত ২ টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কাজ করতে হয়েছে ১৮টি ইউনিটকে।

বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির ৭ তলাতে আগুন লাগে।  ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ইউনিট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত