Ajker Patrika

নরসিংদীতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৮: ৫০
Thumbnail image

নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ-যুবলীগ। এ সময় পুলিশের সামনে লাঠিপেটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা। তখন পুলিশের উপস্থিত দেখা যায়। 

পূর্বঘোষিত প্রার্থনা ও ছাত্র–জনতার গণমিছিল কর্মসূচি নিয়ে বেলা ৩টার দিকে সদর উপজেলা মোড়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে অবস্থানের চেষ্টা করেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা ও মারধর করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা। 

এতে কমপক্ষে ১০ জন আন্দোলনকারী আহত হন। তখন পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এটা তেমন কিছু না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত