Ajker Patrika

দুর্নীতি মামলায় মানিকগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে পরোয়ানা 

মানিকগঞ্জ প্রতিনিধি
দুর্নীতি মামলায় মানিকগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে পরোয়ানা 

দুর্নীতি মামলায় মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলীর বিরুদ্ধে পরোয়ানা জরি করেছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এই আদেশ দেন। 

দুদকের আইনজীবী আজিজ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্নীতির অভিযোগে পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ২০২২ সালে আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেন। এরপর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ একাধিকবার পিছিয়েছে। 

বর্তমানে আদালতে মামলা তিনটি বিচারাধীন রয়েছে। তিনটি মামলারই শুনানি একই দিন ধার্য করা হয়। আজ রোববার মামলা তিনটির শুনানির ধার্য দিন থাকলেও পৌর মেয়র আদালতে হাজির হননি। এ কারণে বিচারক তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’ 

এ বিষয়ে মেয়র রমজান আলীর আইনজীবী এ টি এম শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘দুদকের দায়ের করা মামলায় মেয়র রমজান আলী জামিনে ছিলেন। তিনি বর্তমানে চীনে অবস্থান করছেন। এ কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। ব্যক্তিগত কাজে বিদেশ থাকায় আদালতে উপস্থিত হতে না পেরে বিচারক তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মেয়র দেশে আসার পর আদালতে জামিন আবেদন করবেন।’ 

সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ এপ্রিল) পৌর মেয়র রমজান আলী ব্যক্তিগত সফরে চীন গিয়েছেন। আগামী ১ মে তাঁর দেশে আসার কথা রয়েছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশের কপি এখনো হাতে পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

৫ ভারতীয় পাইলটকে বন্দী করার দাবি পাকিস্তানের

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত