মানিকগঞ্জ প্রতিনিধি
দুর্নীতি মামলায় মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলীর বিরুদ্ধে পরোয়ানা জরি করেছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এই আদেশ দেন।
দুদকের আইনজীবী আজিজ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্নীতির অভিযোগে পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ২০২২ সালে আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেন। এরপর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ একাধিকবার পিছিয়েছে।
বর্তমানে আদালতে মামলা তিনটি বিচারাধীন রয়েছে। তিনটি মামলারই শুনানি একই দিন ধার্য করা হয়। আজ রোববার মামলা তিনটির শুনানির ধার্য দিন থাকলেও পৌর মেয়র আদালতে হাজির হননি। এ কারণে বিচারক তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’
এ বিষয়ে মেয়র রমজান আলীর আইনজীবী এ টি এম শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘দুদকের দায়ের করা মামলায় মেয়র রমজান আলী জামিনে ছিলেন। তিনি বর্তমানে চীনে অবস্থান করছেন। এ কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। ব্যক্তিগত কাজে বিদেশ থাকায় আদালতে উপস্থিত হতে না পেরে বিচারক তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মেয়র দেশে আসার পর আদালতে জামিন আবেদন করবেন।’
সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ এপ্রিল) পৌর মেয়র রমজান আলী ব্যক্তিগত সফরে চীন গিয়েছেন। আগামী ১ মে তাঁর দেশে আসার কথা রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশের কপি এখনো হাতে পাইনি।’
দুর্নীতি মামলায় মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলীর বিরুদ্ধে পরোয়ানা জরি করেছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এই আদেশ দেন।
দুদকের আইনজীবী আজিজ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্নীতির অভিযোগে পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ২০২২ সালে আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেন। এরপর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ একাধিকবার পিছিয়েছে।
বর্তমানে আদালতে মামলা তিনটি বিচারাধীন রয়েছে। তিনটি মামলারই শুনানি একই দিন ধার্য করা হয়। আজ রোববার মামলা তিনটির শুনানির ধার্য দিন থাকলেও পৌর মেয়র আদালতে হাজির হননি। এ কারণে বিচারক তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’
এ বিষয়ে মেয়র রমজান আলীর আইনজীবী এ টি এম শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘দুদকের দায়ের করা মামলায় মেয়র রমজান আলী জামিনে ছিলেন। তিনি বর্তমানে চীনে অবস্থান করছেন। এ কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। ব্যক্তিগত কাজে বিদেশ থাকায় আদালতে উপস্থিত হতে না পেরে বিচারক তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মেয়র দেশে আসার পর আদালতে জামিন আবেদন করবেন।’
সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ এপ্রিল) পৌর মেয়র রমজান আলী ব্যক্তিগত সফরে চীন গিয়েছেন। আগামী ১ মে তাঁর দেশে আসার কথা রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশের কপি এখনো হাতে পাইনি।’
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় অন্তত ৭৪টি মামলার তদন্ত করছে পুলিশের বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। ময়নাতদন্ত না হওয়ায় হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা কিছুটা বিপাকে পড়ছেন।
৫ ঘণ্টা আগেবাংলাদেশে অভ্যন্তরীণ রুটে সফলতার পর এবার আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে নবীন ও উদীয়মান বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রা। এই লক্ষ্যে এয়ারবাসের চারটি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এয়ারলাইনসটি। বহরে উড়োজাহাজ যুক্ত হওয়া সাপেক্ষে চলতি বছরের শেষ নাগাদ প্রচলিত আঞ্চলিক...
৫ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় মরা তিস্তা নদীর ওপর সেতু নির্মাণ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। খুঁটি নির্মাণের পর চার বছর পেরিয়ে গেলেও অর্থাভাবে সেতুর বাকি নির্মাণকাজে হাত দেওয়া হয়নি। এতে চরাঞ্চলের ছয় গ্রামের মানুষের উপজেলা সদর ও হারাগাছ পৌর এলাকায় যাতায়াতে দুর্ভোগ দূর হচ্ছে না।
৫ ঘণ্টা আগেপ্রায় দেড় মাস ধরে রাজধানীর ব্যস্ততম এলাকা নীলক্ষেতে প্রধান সড়কের এক পাশের প্রায় পুরোটা বন্ধ করে সুয়ারেজ লাইনের কাজ চলছে। বাকি অংশ দখল করে রেখেছেন হকাররা। বিপরীত সড়কে ডিভাইডার দিয়ে আলাদা লেন করলেও জনদুর্ভোগ কমেনি। এতে দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
৬ ঘণ্টা আগে