Ajker Patrika

পাংশায় আ. লীগের অফিস ভাঙচুর, আহত ১১ 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৭: ০৭
পাংশায় আ. লীগের অফিস ভাঙচুর, আহত ১১ 

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ হামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজবাড়ী-২ আসনের সাংসদ জিল্লুল হাকিম ও জেলা আওয়ামী লীগের সদস্য (এমপি পুত্র) মিতুল হাকিমের ছবিসহ অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ১১ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে হামলার ঘটনাটি ঘটে।  

হামলার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. কামারুজ্জামান খান বলেন, 'ইউনিয়নে আওয়ামী লীগের কার্যালয় না থাকায় কসবামাজাইল বাজারে একটি ঘর ভাড়া নিয়ে ৫ বছর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করে আসছি। ঘরটি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় হিসেবেই পরিচিত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী রকিবুল বিশ্বাস ও তাঁর ভাই জাকিরুল বিশ্বাসসহ ২০ থেকে ২৫ জন আওয়ামী লীগ অফিসে ভাঙচুর হামলা চালায়।' 

রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগের অফিস ভাঙচুরতবে হামলার কথা অস্বীকার করে চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল বিশ্বাস বলেন, 'আমার সমর্থিত কোন লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত না। তারা নিজেরাই ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপিয়েছে। উল্টো আমার পক্ষের দুজন আহত হয়ে পাংশা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।' 

হামলার ঘটনার পরপরই কসবামাঝাইল পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান। তিনি বলেন, 'এই হামলার ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত