Ajker Patrika

কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় ও ইতালিয়ান নাগরিক গ্রেপ্তার

উত্তরা (বিমানবন্দর) প্রতিনিধি 
কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় ও ইতালিয়ান নাগরিক গ্রেপ্তার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকা মূল্যের স্বর্ণসহ এমরানুল হক নামের একজন ইতালিয়ান নাগরিক ও রাজেশ কুমার নামের অপর একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। 

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের উপ-কমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবীর আজ শুক্রবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, পৃথক দুই অভিযানে ২ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ৩ কেজি ২৭০ গ্রাম ওজনের স্বর্ণসহ ইতালিয়ান নাগরিক এমরানুল হক এবং ভারতীয় নাগরিক রাজেশ কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় ইতালিয়ান নাগরিকের লাগেজের ভেতর থেকে ৩ কেজি ৭০ গ্রাম ওজনের পাত আকৃতির ৭ পিচ এবং পিণ্ড আকৃতির ১০ পিচ স্বর্ণ উদ্ধার করা হয়। অপরদিকে ভারতীয় যাত্রীর রেক্টাম থেকে ১ কেজি ২০০ গ্রাম ওজনের স্কচ টেপে মোড়ানো অবস্থায় দুটি কেমিক্যাল মিশ্রিত গোল্ড পাউডার উদ্ধার করা হয়। 

তিনি বলেন, পৃথক ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই দুই যাত্রীর বিরুদ্ধে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় এবং শুক্রবার বেলা ১১টায় বিমানবন্দর থানায় দুটি ফৌজদারি মামলা করা হয়েছ। সেই সঙ্গে তাঁদের বিরুদ্ধে পৃথকভাবে কাস্টমস আইনেও মামলা করা হয়েছে। 

ডিসি সানোয়ারুল কবীর বলেন, তুরস্ক থেকে টিকে-২২ ফ্লাইটে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিমানবন্দরে আসেন ইতালিয়ান নাগরিক এবং বাংলাদেশের নরসিংদী জেলার রায়পুর উপজেলার সন্তান এমরান। পরে ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাঁর লাগেজ স্ক্যানিং করে স্বর্ণের অস্তিত্ব পায় যায়। পরে লাগেজ তল্লাশি করে পাত আকৃতির ৭ পিচ এবং পিণ্ড আকৃতির ১০ পিচ স্বর্ণ জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে ওই দিন রাতেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। 

তিনি বলেন, দুবাই থেকে একে-৫৮৪ ফ্লাইটে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকায় আসেন ভারতের হারিয়ানার পানিপট অঞ্চলের রাজেশ। ইমিগ্রেশন শেষ করে গ্রিন চ্যানেলে আসলে তাঁকে আর্চওয়ে করানো হয়। তখন তার শরীরে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে গিয়ে এক্স-রে করানো হলে রেক্টামে গোল্ড পাউডার পাওয়া যায়। পরে রেক্টাম থেকে স্কচ টেপ মোড়ানো অবস্থায় এক কেজি দু শ গ্রাম ওজনের দুটি গোল্ড পাউডারের পোঁটলা জব্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত