নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর রমনা থানার বড় মগবাজার ওয়্যারলেস মোড় এলাকার সেন্ট মেরি’স ইন্টারন্যাশনাল স্কুলের সামনে বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ। রমনা থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৬। বিস্ফোরক আইনে দায়ের করা এই মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।
আজ বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান।
ওসি বলেন, ‘মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। মামলায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই। আমরা কাজ করে যাচ্ছি।’
ঘটনার বিবরণ দিয়ে মামলার বাদী উল্লেখ করেন, অজ্ঞাতনামা আসামিরা একে অপরের সহায়তায় রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সাধারণ মানুষের জীবন অথবা সম্পত্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে বিস্ফোরকজাতীয় ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।
মামলায় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ড্রামের অংশ, ভাঙা গ্লাস ও ফাস্ট ফার্মা লিমিটেড নামের প্রতিষ্ঠান থেকে সিসিটিভি ক্যামেরার ডিভিআর ও মনিটর জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে অন্তত সাতজন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে চারজন বাড়ি ফিরে গেছেন। তবে বিস্ফোরণে গুরুতর আহত ভাঙারি দোকানের কর্মচারী আতিকুল ইসলাম শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, তাঁর বাসা সবুজবাগের বাসাবোতে। মগবাজারে অগ্রণী অ্যাপার্টমেন্টের প্রকৌশলীর দায়িত্বে রয়েছেন। অফিসের উদ্দেশে সকালে বাসা থেকে বের হয়ে মগবাজার ওয়্যারলেস গেটে যান। ওয়ারলেস গেটে উজ্জ্বল হোটেলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। তখন তিনি রাস্তায় পড়ে যান। পরে তাঁর শরীর থেকে রক্ত ঝরতে দেখেন।
আহত শাহীন জানান, তাঁরা ওয়্যারলেস মোড়ে ডিপিডিসির শ্রমিক হিসেবে মাটি কাটার কাজ করছিলেন। তখন হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তাঁদের শরীরেও ক্ষত হয়েছে।
রাজধানীর রমনা থানার বড় মগবাজার ওয়্যারলেস মোড় এলাকার সেন্ট মেরি’স ইন্টারন্যাশনাল স্কুলের সামনে বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ। রমনা থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৬। বিস্ফোরক আইনে দায়ের করা এই মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।
আজ বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান।
ওসি বলেন, ‘মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। মামলায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই। আমরা কাজ করে যাচ্ছি।’
ঘটনার বিবরণ দিয়ে মামলার বাদী উল্লেখ করেন, অজ্ঞাতনামা আসামিরা একে অপরের সহায়তায় রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সাধারণ মানুষের জীবন অথবা সম্পত্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে বিস্ফোরকজাতীয় ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।
মামলায় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ড্রামের অংশ, ভাঙা গ্লাস ও ফাস্ট ফার্মা লিমিটেড নামের প্রতিষ্ঠান থেকে সিসিটিভি ক্যামেরার ডিভিআর ও মনিটর জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে অন্তত সাতজন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে চারজন বাড়ি ফিরে গেছেন। তবে বিস্ফোরণে গুরুতর আহত ভাঙারি দোকানের কর্মচারী আতিকুল ইসলাম শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, তাঁর বাসা সবুজবাগের বাসাবোতে। মগবাজারে অগ্রণী অ্যাপার্টমেন্টের প্রকৌশলীর দায়িত্বে রয়েছেন। অফিসের উদ্দেশে সকালে বাসা থেকে বের হয়ে মগবাজার ওয়্যারলেস গেটে যান। ওয়ারলেস গেটে উজ্জ্বল হোটেলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। তখন তিনি রাস্তায় পড়ে যান। পরে তাঁর শরীর থেকে রক্ত ঝরতে দেখেন।
আহত শাহীন জানান, তাঁরা ওয়্যারলেস মোড়ে ডিপিডিসির শ্রমিক হিসেবে মাটি কাটার কাজ করছিলেন। তখন হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তাঁদের শরীরেও ক্ষত হয়েছে।
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ মিনিট আগেনগরবাসীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্দেশ্যে ২০২১ সালের ডিসেম্বরে কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। দুই কোটি টাকার বেশি ব্যয়ে স্থাপিত এসব ক্যামেরায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় গাড়ির নম্বর শনাক্তকরণ...
৩ ঘণ্টা আগেরাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৬ ঘণ্টা আগে