টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে গাজীপুর সিটি নির্বাচন আমাদের জন্য একটি অগ্নিপরীক্ষা। শুনেছি আমাদের নির্বাচন করতে দেবেন না, আপনারা নির্বাচনে না এলে আমাদের কিছু বলার নেই। তাই বলে আগুন সন্ত্রাস করবেন সেটা আমরা মেনে নেব না।’
আজ বুধবার গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় মহানগর ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এখানে নৌকা ছাড়া কোন ব্যক্তির নাম থাকতে পারবে না। যেখানে যাবেন নৌকার ও নৌকার প্রার্থীর নাম আগে তিনবার করে বলবেন। আমরা কিন্তু কারও পোস্টারে হাত দিতে বলি না। নৌকার বিজয় নিশ্চিত করতে বলি। শুধু নেতা কর্মীদের নিয়ে মিছিল–মিটিং নয়, ভোটারদের কাছে কাছে যান।’
নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে করণীয় নানা দিক নির্দেশনা দিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘যারা আওয়ামী লীগের সঙ্গে থাকে তারা হিরো, ছেড়ে দিলেই জিরো। আমাদের ধৈর্য ও সাহস নৌকার বিজয় ছিনিয়ে আনবে। আমরা নির্বাচনী আচরণবিধির বিষয়টি মাথায় রেখেছি। কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তার দায় দায়িত্ব তাকেই নিতে হবে।’
৭ মে সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকীর পর ২৫ মে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সব নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় (ভারপ্রাপ্ত) সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ। সঞ্চালনায় করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম রহমান বাবু।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে গাজীপুর সিটি নির্বাচন আমাদের জন্য একটি অগ্নিপরীক্ষা। শুনেছি আমাদের নির্বাচন করতে দেবেন না, আপনারা নির্বাচনে না এলে আমাদের কিছু বলার নেই। তাই বলে আগুন সন্ত্রাস করবেন সেটা আমরা মেনে নেব না।’
আজ বুধবার গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় মহানগর ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এখানে নৌকা ছাড়া কোন ব্যক্তির নাম থাকতে পারবে না। যেখানে যাবেন নৌকার ও নৌকার প্রার্থীর নাম আগে তিনবার করে বলবেন। আমরা কিন্তু কারও পোস্টারে হাত দিতে বলি না। নৌকার বিজয় নিশ্চিত করতে বলি। শুধু নেতা কর্মীদের নিয়ে মিছিল–মিটিং নয়, ভোটারদের কাছে কাছে যান।’
নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে করণীয় নানা দিক নির্দেশনা দিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘যারা আওয়ামী লীগের সঙ্গে থাকে তারা হিরো, ছেড়ে দিলেই জিরো। আমাদের ধৈর্য ও সাহস নৌকার বিজয় ছিনিয়ে আনবে। আমরা নির্বাচনী আচরণবিধির বিষয়টি মাথায় রেখেছি। কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তার দায় দায়িত্ব তাকেই নিতে হবে।’
৭ মে সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকীর পর ২৫ মে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সব নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় (ভারপ্রাপ্ত) সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ। সঞ্চালনায় করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম রহমান বাবু।
সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরুর পর প্রথম কর্মসূচির অংশ ছিল এটি।
১০ মিনিট আগেরিকশাচালককে জুতাপেটা করা রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ (প্রশাসন ও শৃঙ্খলা) শাখার এক প্রজ্ঞাপনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
১২ মিনিট আগেপুরান ঢাকার বিএনপি নেতা শহীদুল হকের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর ধোলাইখাল এলাকায় কথা-কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের...
২০ মিনিট আগেউপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামে দুজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। উদ্ধার শেষে লাশ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আরও চার–পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
১ ঘণ্টা আগে