Ajker Patrika

নির্বাচনে না এসে আগুন সন্ত্রাস করলে সেটা মেনে নেব না: মায়া

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৩, ১৬: ৩৮
নির্বাচনে না এসে আগুন সন্ত্রাস করলে সেটা মেনে নেব না: মায়া

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে গাজীপুর সিটি নির্বাচন আমাদের জন্য একটি অগ্নিপরীক্ষা। শুনেছি আমাদের নির্বাচন করতে দেবেন না, আপনারা নির্বাচনে না এলে আমাদের কিছু বলার নেই। তাই বলে আগুন সন্ত্রাস করবেন সেটা আমরা মেনে নেব না।’

আজ বুধবার গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় মহানগর ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখানে নৌকা ছাড়া কোন ব্যক্তির নাম থাকতে পারবে না। যেখানে যাবেন নৌকার ও নৌকার প্রার্থীর নাম আগে তিনবার করে বলবেন। আমরা কিন্তু কারও পোস্টারে হাত দিতে বলি না। নৌকার বিজয় নিশ্চিত করতে বলি। শুধু নেতা কর্মীদের নিয়ে মিছিল–মিটিং নয়, ভোটারদের কাছে কাছে যান।’

নির্বাচনে  দলীয় মেয়র প্রার্থীর পক্ষে করণীয় নানা দিক নির্দেশনা দিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘যারা আওয়ামী লীগের সঙ্গে থাকে তারা হিরো, ছেড়ে দিলেই জিরো। আমাদের ধৈর্য ও সাহস নৌকার বিজয় ছিনিয়ে আনবে। আমরা নির্বাচনী আচরণবিধির বিষয়টি মাথায় রেখেছি। কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তার দায় দায়িত্ব তাকেই নিতে হবে।’

৭ মে সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকীর পর ২৫ মে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সব নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় (ভারপ্রাপ্ত) সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ। সঞ্চালনায় করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম রহমান বাবু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত