নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১-এ আত্মসমর্পণ করলে বিচারক আবুল কাশেম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে আইনজীবীর মাধ্যমে আমানউল্লাহ আমান আত্মসমর্পণ করার পর আদালত দুপুরে শুনানির জন্য সময় নির্ধারণ করেন। দুপুর ১টার সময় শুনানি হয়। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইনজীবী আমানউল্লাহ আমান অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশদানের প্রার্থনা করেন। একই সঙ্গে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হওয়ায় আমানকে প্রথম শ্রেণির কয়েদির মর্যাদা দেওয়ারও আবেদন জানান আইনজীবী। আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
সকাল সাড়ে ১০টার দিকে আদালত এলাকায় আসেন আমানউল্লাহ আমান। এ সময় কেরানীগঞ্জ থানা বিএনপির কয়েক শ সমর্থক আমানের সঙ্গে আসেন। আমানের আত্মসমর্পণকে ঘিরে তারা মিছিল-সমাবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।
দেলোয়ার হোসেন নামে প্রত্যক্ষদর্শী এক আইনজীবী আজকের পত্রিকাকে জানান, পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতা-কর্মীরা ইটপাটকেল মেরেছেন। পুলিশও লাঠিপেটা করেছে। তবে অল্প কিছু সময় পরই বিএনপির নেতা-কর্মীদের আদালত এলাকার বাইরে বের করে দেয় পুলিশ।
এর আগে গত ৩ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আমানের স্ত্রী সাবেরা আমান। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সাবেরা আমানকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি অন্তর্বর্তীকালীন জামিন দেন। গতকাল শনিবার তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
গত ৩০ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানউল্লাহ আমানের ১৩ বছর ও সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রাখার আদেশ দেন হাইকোর্ট। ৭ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। সেই আদেশ বিচারিক আদালতে পৌঁছায় ২৭ আগস্ট। হাইকোর্টের নির্দেশে বলা হয়, বিচারিক আদালতে আদেশ পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাঁদের আত্মসমর্পণ করতে হবে। সেই হিসাবে কাল ১১ সেপ্টেম্বর আত্মসমর্পণের সর্বশেষ সময় রয়েছে। এর আগেই সাবেরা আমান আত্মসমর্পণ করেন। আমানউল্লাহ আমান আজ আত্মসমর্পণ করলেন।
২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালত আমান ও তাঁর স্ত্রী সাবেরা আমানকে কারাদণ্ড দেন। ওই সাজার বিরুদ্ধে প্রত্যেকে আপিল করলে হাইকোর্ট দুজনকেই খালাস দেন। দুদক আপিল বিভাগে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টকে পুনরায় শুনানির নির্দেশ দেন। হাইকোর্ট পুনরায় শুনানি গ্রহণ করে গত ৩০ মে বিচারিক আদালতের রায় বহাল রাখেন।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১-এ আত্মসমর্পণ করলে বিচারক আবুল কাশেম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে আইনজীবীর মাধ্যমে আমানউল্লাহ আমান আত্মসমর্পণ করার পর আদালত দুপুরে শুনানির জন্য সময় নির্ধারণ করেন। দুপুর ১টার সময় শুনানি হয়। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইনজীবী আমানউল্লাহ আমান অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশদানের প্রার্থনা করেন। একই সঙ্গে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হওয়ায় আমানকে প্রথম শ্রেণির কয়েদির মর্যাদা দেওয়ারও আবেদন জানান আইনজীবী। আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
সকাল সাড়ে ১০টার দিকে আদালত এলাকায় আসেন আমানউল্লাহ আমান। এ সময় কেরানীগঞ্জ থানা বিএনপির কয়েক শ সমর্থক আমানের সঙ্গে আসেন। আমানের আত্মসমর্পণকে ঘিরে তারা মিছিল-সমাবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।
দেলোয়ার হোসেন নামে প্রত্যক্ষদর্শী এক আইনজীবী আজকের পত্রিকাকে জানান, পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতা-কর্মীরা ইটপাটকেল মেরেছেন। পুলিশও লাঠিপেটা করেছে। তবে অল্প কিছু সময় পরই বিএনপির নেতা-কর্মীদের আদালত এলাকার বাইরে বের করে দেয় পুলিশ।
এর আগে গত ৩ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আমানের স্ত্রী সাবেরা আমান। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সাবেরা আমানকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি অন্তর্বর্তীকালীন জামিন দেন। গতকাল শনিবার তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
গত ৩০ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানউল্লাহ আমানের ১৩ বছর ও সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রাখার আদেশ দেন হাইকোর্ট। ৭ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। সেই আদেশ বিচারিক আদালতে পৌঁছায় ২৭ আগস্ট। হাইকোর্টের নির্দেশে বলা হয়, বিচারিক আদালতে আদেশ পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাঁদের আত্মসমর্পণ করতে হবে। সেই হিসাবে কাল ১১ সেপ্টেম্বর আত্মসমর্পণের সর্বশেষ সময় রয়েছে। এর আগেই সাবেরা আমান আত্মসমর্পণ করেন। আমানউল্লাহ আমান আজ আত্মসমর্পণ করলেন।
২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালত আমান ও তাঁর স্ত্রী সাবেরা আমানকে কারাদণ্ড দেন। ওই সাজার বিরুদ্ধে প্রত্যেকে আপিল করলে হাইকোর্ট দুজনকেই খালাস দেন। দুদক আপিল বিভাগে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টকে পুনরায় শুনানির নির্দেশ দেন। হাইকোর্ট পুনরায় শুনানি গ্রহণ করে গত ৩০ মে বিচারিক আদালতের রায় বহাল রাখেন।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আছিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ সংঘর্ষ হয়। আছিয়া বেগম ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।
৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
১ ঘণ্টা আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
১ ঘণ্টা আগে