মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রুবেলসহ তাঁর ৮ সহযোগী একটি মাইক্রোবাসে করে আমতলীর উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় পৌঁছালে, একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারায়। এরপর সেটি রাস্তার পাশে থাকা একটি তেঁতুল গাছে ধাক্কা খায়।
আহতদের মধ্যে রয়েছেন— চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল (৬০), মো. কবির হোসেন (২৪), ওমর ফারুক (৪০), ও সাইফুল ইসলাম (৩৬)। বাকিদের নাম এখনো জানা যায়নি।
আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট জানান, মাইক্রোবাসের চালক ওমর ফারুকসহ দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চিত্রনায়ক রুবেল মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।
রুবেলের সহযোগী সাইফুল ইসলাম জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ছিল। সাইড দেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
মাদারীপুর হাইওয়ে পুলিশের এসআই মো. আরব আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
প্রাথমিক চিকিৎসার পর আহতদের মধ্যে অনেকেই সুস্থ আছেন। তবে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মাদারীপুরের সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রুবেলসহ তাঁর ৮ সহযোগী একটি মাইক্রোবাসে করে আমতলীর উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় পৌঁছালে, একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারায়। এরপর সেটি রাস্তার পাশে থাকা একটি তেঁতুল গাছে ধাক্কা খায়।
আহতদের মধ্যে রয়েছেন— চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল (৬০), মো. কবির হোসেন (২৪), ওমর ফারুক (৪০), ও সাইফুল ইসলাম (৩৬)। বাকিদের নাম এখনো জানা যায়নি।
আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট জানান, মাইক্রোবাসের চালক ওমর ফারুকসহ দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চিত্রনায়ক রুবেল মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।
রুবেলের সহযোগী সাইফুল ইসলাম জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ছিল। সাইড দেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
মাদারীপুর হাইওয়ে পুলিশের এসআই মো. আরব আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
প্রাথমিক চিকিৎসার পর আহতদের মধ্যে অনেকেই সুস্থ আছেন। তবে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২১ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩০ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৫ মিনিট আগে