Ajker Patrika

ফুলের মালা জুতা হতে সময় লাগে না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ফুলের মালা জুতা হতে সময় লাগে না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, ‘ক্ষমতা থাকলে ফুল পাওয়া যায়। ক্ষমতা না থাকলে ফুলের মালা জুতার মালা হয়ে যেতে বেশি সময় লাগে না। আমরা তিন পুরুষ রাজনীতি করি, এটা আমরা বুঝি। আগামী দিনের জন্য বাংলাদেশে শেখ হাসিনাকে দরকার।’ 

আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের কাশীপুরে সর্বজনীন মিলন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনার ওপরে ভরসা করে রাজনীতি করি। আমরা ওনার কাছে যা আবদার করি সেটা পাই। আমার মনে হয় আমি এই নারায়ণগঞ্জে ১৫-২০ হাজার কোটি টাকার কাজ আনতে পেরেছি। আমাদের লিংক রোড চওড়া হচ্ছে, ডিএনডি হচ্ছে, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন রোড ১শ ফিট চওড়া হবে। রাস্তা-ঘাট কালভার্ট-ব্রিজ তো হচ্ছে। তার চেয়ে আমি বেশি প্রয়োজন মনে করি মানুষ দরজা খুলে ঘুমাতে চায়, মানুষ শান্তিতে থাকতে চায়। আমরা চাইলে এমন একটা সমাজ তৈরি করতে পারি যেখানে বাচ্চারা মুরব্বিদের সম্মান করবে। এলাকায় থাকবে না কোনো সন্ত্রাস, মাদক। প্রয়োজনে আপনারা আমাকে কাজে লাগান। আমাকে হুকুম দেবেন আমি কাজ করব।’ 

শামীম ওসমান বলেন, আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ার পরে আলাদা করে কিছু নামাজ পড়ি। নামাজ পড়ে তওবার নামাজ পড়ে নেই। যদি সকালে ঘুমের থেকে না উঠি। কারণ আমি যখন ঘুমাই আমার রুহু তো আমার সঙ্গে থাকে না। ও যদি ফেরত না আসে। ও যদি আমাকে জাগিয়ে না তোলে। তাহলে তো আমার মাফ চাওয়ার সুযোগ নাই আমার কথা বার্তা থেকে শুরু করে কোনো কিছুতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন। আপনারা আমাকে হুকুম দেন, আপনারা আমাকে নির্দেশ দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত