Ajker Patrika

কনডেমড সেলে থেকে ভাই-ভাতিজার নির্বাচন তদারক করতেন নূর হোসেন

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৮: ৩৭
কনডেমড সেলে থেকে ভাই-ভাতিজার নির্বাচন তদারক করতেন নূর হোসেন

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এ নূর হোসেনের কনডেমড সেল থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ড পেয়েছেন এই নূর হোসেন। ফোনে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ভাই ও ভাতিজার প্রচার-প্রচারণা তদারক করতেন তিনি।

কনডেমড সেলে থেকেও নূর হোসেন মোবাইল ব্যবহার করেন এমন তথ্য প্রকাশ পাওয়ার পর তৎপর হয় কারা কর্তৃপক্ষ। গত ৫ জানুয়ারি তাঁর কনডেমড সেল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। 

আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার আব্দুল জলিল। 

কারাসূত্র জানায়, আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন নূর হোসেনের ভাতিজা শাহ জালাল বাদল এবং ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নূর হোসেনের ছোট ভাই নূর উদ্দিন। তাঁদের দু’জনের প্রতীকই ঠেলাগাড়ি। নির্বাচনে ভাই ও ভাতিজাকে জেতাতে কারাগারের কনডেমড সেল থেকেই ফোনে নির্বাচনী কাজ তদারক করছিলেন নূর হোসেন। 

কারাসূত্র আরও জানায়, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ কনডেমড সেলে নূর হোসেনসহ তিনজন বন্দী রয়েছেন। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির আসামি সাবেক কাউন্সিলর নূর হোসেন। কারা কর্তৃপক্ষ জানতে পারে নূর হোসেন গোপনে মোবাইল ফোন ব্যবহার করছেন। গত ৫ জানুয়ারি সেখানে অভিযান চালানো হয়। সেল থেকে একটি মিনি বাটন মোবাইল ফোন উদ্ধার করে কর্তৃপক্ষ। 

জেল সুপার আব্দুল জলিল জানান, কারাগারে মোবাইল ব্যবহারের অপরাধে নূর হোসেনের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কীভাবে কারাগারের ভেতর মোবাইল ফোন আনা হলো সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। 

ঘটনা তদন্তে গঠিত কমিটিকে কমিটি আগামী পাঁচ দিনের (১১ জানুয়ারির মধ্যে) মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির সভাপতি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর উপতত্ত্বাবধায়ক ও জেলার উম্মে সালমা, সদস্যসচিব ডেপুটি জেলার নুরুল মবিন এবং সদস্য প্রধান কারারক্ষী মো. আসাদুজ্জামান। 

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের তিন দিন পর তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তাঁর চার সহকর্মী হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে ফতুল্লা থানায় একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একই থানায় আরেকটি মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত