Ajker Patrika

জুলাই আহত ও শহীদ পরিবারের ব্যানারে শিক্ষা ভবনের পাশে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষা ভবনের পাশে মানববন্ধন চলছে। ছবি: আজকের পত্রিকা
শিক্ষা ভবনের পাশে মানববন্ধন চলছে। ছবি: আজকের পত্রিকা

‎জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের এমআইএস সরকারি রেজিষ্ট্রেশন, ভাতা এবং গেজেটে অন্তর্ভুক্তির দাবিতে লং মার্চ ও মানববন্ধন আহত ও শহীদদের পরিবার। আজ বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে শিক্ষা ভবনের পাশে মানববন্ধন করছেন তাঁরা।

দুপুর দেড়টায় শিক্ষা ভবনের পাশে গিয়ে দেখা যায়, প্রায় অর্ধশত লোক শিক্ষা ভবনের পাশে গাছতলায় জড়ো হয়ে মানববন্ধন করছে। এ সময় আহত ও শহীদ পরিবারের নানা দাবির কথা তুলে ধরেন তাঁরা।

‎আহত আল আমিন বলেন, এমআইএসের মাধ্যমে সরকারের তালিকাভুক্ত করা হয়। সরকার আমাদের সেই তালিকাভুক্ত করেনি। আমরা চাই আমাদের এমআইএসভুক্ত করা হোক। আমাদের চিকিৎসা ও পুনর্বাসন যেন দ্রুতই করা হয়।

‎‎আহত কামরুল হাসান বলেন, গত ১০ মাসেও আহতদের মৌলিক চাহিদাও পূরণ করতে পারেনি সরকার। অনেক আহতরা চিকিৎসা পাচ্ছে না। সরকার জুলাই আহতদের সঙ্গে প্রতারণা করছে।

‎এর আগে সকাল সাড়ে ১০টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন আহত ও শহীদ পরিবারের সদস্যরা। বেলা ১২টার দিকে সচিবালয়ের দিকে যেতে থাকেন তাঁরা। শিক্ষা ভবনের সামনে গেলে তাঁদের আটকে দেয় পুলিশ। পরে তাদের পাঁচ সদস্যদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান। এ সময় শিক্ষা ভবনের পাশে অবস্থান নেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রামে নারীকে লাথি মেরে ফেলে দেওয়া ‘শিবিরের লোক’ আকাশ চৌধুরীকে ধরছে না পুলিশ

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত