নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটছে। বিগত কয়েক দিনের এসব ঘটনায় কিশোরী থেকে বৃদ্ধা, বাঙালি থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সব ধরনের নারীরাই আক্রান্ত হয়েছেন। নারীর প্রতি চলতে থাকা সহিংসতা দেশের জন্য কালোদাগ হিসেবে চিহ্নিত হবে।
আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘গণপরিবহনে, জনপরিসরে ধর্ষণ-হত্যাসহ নারীর ও কন্যার প্রতি অব্যাহত সহিংসতার প্রতিবাদে’ মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
মানববন্ধনে সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘সাম্প্রতিক সময়ে নারীর প্রতি ক্রমাগত চলতে থাকা সহিংসতা একবিংশ শতাব্দীতে দেশের জন্য কালোদাগ হিসেবে চিহ্নিত হবে। নারীর প্রতি সংকটজনক এই পরিস্থিতি আমাদের নারী আন্দোলনকর্মীদের হতাশ করে, উদ্বিগ্ন করে।’ পরিস্থিতির উত্তরণে তিনি সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নারীদের জীবনকে স্থিতিশীল ও নিরাপদ করে গড়ে তোলার আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, বিগত কয়েক দিনে নারীর প্রতি সংঘটিত সহিংসতার ঘটনায় স্থান, কাল পাত্র এবং জাতি ভেদে সব বয়সের নারীরাই আক্রান্ত হয়েছেন। দেশের সরকার ব্যবস্থার সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলাফল নারীর ওপর বর্তাবে এটা কোনোভাবেই কাম্য নয়। তিনি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন শৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন—সংগঠনের সহসভাপতি ডা. মাখদুমা নার্গিস রত্না, যুগ্ম-সাধারণ সম্পাদক সীমা মোসলেম, লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা প্রমুখ। তাঁরা বলেন, দেশের ক্ষমতা কাঠামোয় সরকার পরিবর্তন হয়, কিন্তু আইন শৃঙ্খলা ব্যবস্থায় বিচারহীনতার সংস্কৃতির কারণে নারীর প্রতি অবমাননাকর, বৈষম্যপূর্ণ, কুরুচিপূর্ণ এবং ঘৃণিত দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হচ্ছে না। সম্প্রতি সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রভাগে থাকা নারীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাঁদের কেবল নারী হিসেবে নয়, মানুষ হিসেবে ভাবতে হবে। দেশের ৫০ শতাংশ জনগোষ্ঠী নারীর প্রতি সহিংসতা বন্ধ না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব না। দেশকে গণতান্ত্রিক, মানবিক এবং নারী-পুরুষের সমতাপূর্ণ হিসেবে গড়ে তুলতে হলে মানুষের দৃষ্টিভঙ্গি, চেতনায় এবং মানসিকতায় মৌলিক পরিবর্তন আনতে হবে।
সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটছে। বিগত কয়েক দিনের এসব ঘটনায় কিশোরী থেকে বৃদ্ধা, বাঙালি থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সব ধরনের নারীরাই আক্রান্ত হয়েছেন। নারীর প্রতি চলতে থাকা সহিংসতা দেশের জন্য কালোদাগ হিসেবে চিহ্নিত হবে।
আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘গণপরিবহনে, জনপরিসরে ধর্ষণ-হত্যাসহ নারীর ও কন্যার প্রতি অব্যাহত সহিংসতার প্রতিবাদে’ মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
মানববন্ধনে সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘সাম্প্রতিক সময়ে নারীর প্রতি ক্রমাগত চলতে থাকা সহিংসতা একবিংশ শতাব্দীতে দেশের জন্য কালোদাগ হিসেবে চিহ্নিত হবে। নারীর প্রতি সংকটজনক এই পরিস্থিতি আমাদের নারী আন্দোলনকর্মীদের হতাশ করে, উদ্বিগ্ন করে।’ পরিস্থিতির উত্তরণে তিনি সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নারীদের জীবনকে স্থিতিশীল ও নিরাপদ করে গড়ে তোলার আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, বিগত কয়েক দিনে নারীর প্রতি সংঘটিত সহিংসতার ঘটনায় স্থান, কাল পাত্র এবং জাতি ভেদে সব বয়সের নারীরাই আক্রান্ত হয়েছেন। দেশের সরকার ব্যবস্থার সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলাফল নারীর ওপর বর্তাবে এটা কোনোভাবেই কাম্য নয়। তিনি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন শৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন—সংগঠনের সহসভাপতি ডা. মাখদুমা নার্গিস রত্না, যুগ্ম-সাধারণ সম্পাদক সীমা মোসলেম, লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা প্রমুখ। তাঁরা বলেন, দেশের ক্ষমতা কাঠামোয় সরকার পরিবর্তন হয়, কিন্তু আইন শৃঙ্খলা ব্যবস্থায় বিচারহীনতার সংস্কৃতির কারণে নারীর প্রতি অবমাননাকর, বৈষম্যপূর্ণ, কুরুচিপূর্ণ এবং ঘৃণিত দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হচ্ছে না। সম্প্রতি সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রভাগে থাকা নারীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাঁদের কেবল নারী হিসেবে নয়, মানুষ হিসেবে ভাবতে হবে। দেশের ৫০ শতাংশ জনগোষ্ঠী নারীর প্রতি সহিংসতা বন্ধ না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব না। দেশকে গণতান্ত্রিক, মানবিক এবং নারী-পুরুষের সমতাপূর্ণ হিসেবে গড়ে তুলতে হলে মানুষের দৃষ্টিভঙ্গি, চেতনায় এবং মানসিকতায় মৌলিক পরিবর্তন আনতে হবে।
উজান থেকে নেমে আসা ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। সোমবার সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানি রেকর্ড করা হয় ৫২ দশমিক শূন্য ৭ মিটার, যা বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
৮ মিনিট আগেস্থানীয় বিএনপি নেতা ফরিদ খাঁ বলেন, ‘৫ আগস্ট ৩টার দিকে আনন্দ মিছিল থেকে ফেরার সময় ওয়াজেদ ও তার লোকজন আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এখন তারাই “জুলাই যোদ্ধা” হয়ে গেছে।’
১২ মিনিট আগেঝিনাইদহ সদর খাদ্যগুদাম থেকে দুই সপ্তাহ আগে ৩০০ টন গমের চাহিদা দেওয়া হয়। চাহিদার বিপরীতে গত বৃহস্পতিবার আটটি ট্রাকে ৬৪ টন গম আসে। বাহকদের কাছ থেকে বুঝে নেওয়ার সময় দেখা যায় গমগুলো ছত্রাক ধরা ও নিম্নমানের। তখন আনলোড না করে এই গম খুলনাতে ফেরত দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করি।
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ডিসি কার্যালয়ের সামনে কালেক্টর চত্বর, সিভিল সার্জন কার্যালয়ের সামনেসহ নিউমার্কেট, ক্লাব সুপার মার্কেট, প্রফেসরপাড়া, বালুবাগান, আরামবাগ, মেথরপাড়া, নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে, বাতেন খাঁসহ অনেক জায়গায় হাঁটুপানি জমে আছে।
২ ঘণ্টা আগে