শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ডামুড্যায় পূর্ব শত্রুতার জেরে রাসেল সরদার (৩৫) নামে এক মৎস্য চাষিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (ঢাকা পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় তাকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন।
রাসেল উপজেলার ইসলামপুর ইউনিয়নের এরিকাঠি গ্রামের ইচাহাক সরদারের ছেলে। তার নয় বছর ও ছয় বছরের দুটি ছেলে রয়েছে। রাসেলের বড় ভাই ওয়াসিম সরদার ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের একাধিক মাছের প্রজেক্ট রয়েছে। শুক্রবার দুপুরে তিনি ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকার একটি সেলুনে শেভ হচ্ছিলেন।
এ সময় প্রতিপক্ষের ১০ থেকে ১২ জন রাসেলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রাসেলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফের সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতের বড় ভাই ওয়াসিম সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার দুপুরে আমার ছোট ভাই ভাঙ্গাব্রিজ এলাকায় সেলুনে শেভ হচ্ছিল। এ সময় এলাকায় আধিপত্য বিস্তারের জেরে পূর্ব পরিকল্পিতভাবে সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবরের নেতৃত্বে সাইফুল মাদবর, বাচ্চু ফকির, মনির ফকির, পারভেজ ফকির, আবু ঢালী, লিটন মাদবরসহ ১০ / ১২ জন আমার ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।’ এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, ‘যারা এ ঘটনার সঙ্গে জড়িত তারা একই এলাকার লোক এবং সম্পর্কে আত্মীয়–স্বজন। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব শত্রুতা ছিল। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’
শরীয়তপুরের ডামুড্যায় পূর্ব শত্রুতার জেরে রাসেল সরদার (৩৫) নামে এক মৎস্য চাষিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (ঢাকা পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় তাকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন।
রাসেল উপজেলার ইসলামপুর ইউনিয়নের এরিকাঠি গ্রামের ইচাহাক সরদারের ছেলে। তার নয় বছর ও ছয় বছরের দুটি ছেলে রয়েছে। রাসেলের বড় ভাই ওয়াসিম সরদার ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের একাধিক মাছের প্রজেক্ট রয়েছে। শুক্রবার দুপুরে তিনি ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকার একটি সেলুনে শেভ হচ্ছিলেন।
এ সময় প্রতিপক্ষের ১০ থেকে ১২ জন রাসেলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রাসেলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফের সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতের বড় ভাই ওয়াসিম সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার দুপুরে আমার ছোট ভাই ভাঙ্গাব্রিজ এলাকায় সেলুনে শেভ হচ্ছিল। এ সময় এলাকায় আধিপত্য বিস্তারের জেরে পূর্ব পরিকল্পিতভাবে সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবরের নেতৃত্বে সাইফুল মাদবর, বাচ্চু ফকির, মনির ফকির, পারভেজ ফকির, আবু ঢালী, লিটন মাদবরসহ ১০ / ১২ জন আমার ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।’ এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, ‘যারা এ ঘটনার সঙ্গে জড়িত তারা একই এলাকার লোক এবং সম্পর্কে আত্মীয়–স্বজন। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব শত্রুতা ছিল। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’
রাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
৩০ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
৩১ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগেঘটনাটি ঘটেছে নগরের বোয়ালিয়া থানা থেকে মাত্র প্রায় ৪০০ মিটার দূরে। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশা থামিয়ে পরিকল্পিতভাবে এই ছিনতাই করে।
১ ঘণ্টা আগে