Ajker Patrika

ভাঙ্গায় এলোপাতাড়ি কোপে যুবক খুন, আহত ২

ফরিদপুর প্রতিনিধি
ইয়াছিনের মৃত্যুতে তাঁর পরিবারের আহাজারি। ছবি: আজকের পত্রিকা
ইয়াছিনের মৃত্যুতে তাঁর পরিবারের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের ভাঙ্গায় পূর্বশত্রুতার জের ধরে ইয়াছিন খালাসি (১৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল শনিবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার থানমাত্তা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত যুবক ওই গ্রামের কৃষক জাহাঙ্গীর খালাসির ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। আহত দুজনের মধ্যে রয়েছেন একই গ্রামের  রায়হান শেখ (২৪) এবং মাদারীপুরের রাজৈর উপজেলার মাঝিকান্দা গ্রামের শাকিব মাতুব্বর (১৬)।

জানা গেছে, গতকাল রাত সাড়ে  ১১টার দিকে থানমাত্তা গ্রামের খালের ব্রিজের ওপর বসে গল্প করছিলেন দুই যুবক ও এক কিশোর। একপর্যায়ে তারা ব্রিজের পাশেই লতিফ শরীফের নির্মাণাধীন ভবনের পাশে আসেন। এ সময় সাত-আটজন তরুণ ও কিশোর ধারালো অস্ত্র দিয়ে তাঁদের এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। তাঁদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা নেওয়ার পথে ইয়াছিন খালাসি মারা যান।

হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন। তিনি বলেন, নিহত যুবক ইয়াছিনের পরিবারের সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষের সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে তাঁদের মধ্যে মামলা-মোকদ্দমাও চলছে। ইয়াছিনের পরিবারের অভিযোগ, ওই বিরোধের জেরে হামলা করা হয়। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। এলাকাটিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত