Ajker Patrika

ধর্ষণচেষ্টার অভিযোগে এপিবিএন সদস্য কারাগারে

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২৩: ১০
ধর্ষণচেষ্টার অভিযোগে এপিবিএন সদস্য কারাগারে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মেট্রো থানার কুদ্দুছনগর এলাকায় এক তরুণীকে (২১) ধর্ষণ চেষ্টার অভিযোগে গত শনিবার মো. মনিরুজ্জামান (২৩) নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর গতকাল রোববার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মনিরুজ্জামান সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার বিয়ারা চরপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি এপিবিএন উত্তরা এলাকায় কর্মরত ছিলেন।

জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, কুদ্দুছনগর এলাকায় মায়ের সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন ভুক্তভোগী ওই নারী। তিন বছর আগে ওই নারীর সঙ্গে এপিবিএন সদস্য মনিরুজ্জামানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্রধরে গত ফেব্রুয়ারিতে বিয়ের প্রলোভন দেখিয়ে কোনাবাড়ীতে এক আত্মীয়ের বাসায় ওই নারীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন মনিরুজ্জামান। কিন্তু পরে বিয়ে না করায় গাজীপুর আদালতে মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। পরে মনিরুজ্জামান মামলার বিষয়টি জানতে পেরে ওই নারীর প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন। বিভিন্ন সময় ফোনে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেন ওই নারীকে।

গত শনিবার মধ্যরাতে মনিরুজ্জামান ওই নারীর বাসায় গিয়ে মামলা তুলে নিতে ভয়ভীতি দেখান। মামলা তুলে নিতে রাজি না হলে মনিরুজ্জামান তাঁকে আবারও ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মনিরুজ্জামানকে আটক করে পিটুনি দেয়। পরে খবর পেয়ে কোনাবাড়ী থানা-পুলিশ মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে।

গতকাল রোববার এ ঘটনায় তরুণী বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা করেন।

ওসি আরও জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে মনিরুজ্জামানকে গতকাল আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত