Ajker Patrika

মাদারীপুরে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার, দত্তক নিতে হাসপাতালে একাধিক দম্পতি

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৫: ০৪
মাদারীপুরে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার, দত্তক নিতে হাসপাতালে একাধিক দম্পতি

মাদারীপুর শহরের পৌরসভার বটতলা এলাকার সড়কের পাশ থেকে এক নবজাতককে (মেয়ে) উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। শিশুটিকে দত্তক নিতে বেশ কিছু দম্পতি হাসপাতালে জড়ো হয়েছেন।

আজ রোববার সকালে ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ ও পৌরসভা কর্তৃপক্ষ। 

পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর শহরের পৌরসভার বটতলা এলাকার কনফেকশনারি দোকানি অলিউর রহমান প্রতিদিনের মতো সকালে দোকানের চারপাশ পরিষ্কার করতে যান। এ সময় সড়কের পাশে কম্বলে প্যাঁচানো অবস্থায় নবজাতককে দেখতে পেয়ে মাদারীপুর পৌরসভার কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে পৌরসভার কর্তৃপক্ষ ও পুলিশ গিয়ে নবজাতকে উদ্ধার করে। পরে মাদারীপুর সদর হাসপাতালের নবজাতক স্পেশাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী অলিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি প্রতিদিনের মতো দোকানের আশপাশে পরিষ্কার করতে গেলে শিশুটিকে দেখতে পেয়ে প্রথমে চমকে উঠি। পরে পৌরসভায় খবর দিই। তাদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

মাদারীপুর সদর হাসপাতালের নবজাতক স্পেশাল কেয়ার ইউনিটের মেডিকেল অফিসার নাইমা ফেরদৌস শান্তা আজকের পত্রিকাকে বলেন, ‘নবজাতকের ওজন অনেক কম। তাই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ 

এ দিকে নবজাতক উদ্ধারের খবর পেয়ে অনেক দম্পতি দত্তক নিতে হাসপাতালে ভিড় করছেন। তবে নবজাতক পুরোপুরি সুস্থ হওয়ার পর সব ধরনের আইনি প্রক্রিয়া গ্রহণ করা বলে জানিয়েছেন পুলিশ সুপার।

মাদারীপুর শহরের কালীবাড়ি এলাকার এক দম্পতি নবজাতককে দত্তক নিতে হাসপাতালে যান। সেখানে তাঁরা আজকের পত্রিকাকে বলেন, ‘আট বছর হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু কোনো সন্তান নেই। তাই আমরা সব আইন মেনে এই নবজাতককে দত্তক নিতে চাই।’

মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আশপাশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি শহরের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হবে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। শিশুটি সুস্থ হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক রহিম খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘আগে শিশুটির সুস্থতা প্রয়োজন। শিশুটি সুস্থ হলে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত