গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি কক্ষে গতকাল শুক্রবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বিদ্যালয় দুটির বেশ কয়েকটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গতবার ভোটকেন্দ্র থাকলেও এবার ভোটকেন্দ্র নয়। এদিকে আজ শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার একটি ভোটকেন্দ্রেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সময় গাজীপুর মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে এর কয়েকটি কক্ষ আংশিক পুড়ে যায়। অন্যদিকে, রাত ৩টার দিকে ১৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এটি গত সিটি নির্বাচনে ভোট কেন্দ্র ছিল, কিন্তু এবারের নির্বাচনে এটিকে কেন্দ্র রাখা হয়নি। অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আজ শনিবার সকালে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। আগুনে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আংশিক পুড়ে যায় এবং টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯টি কক্ষ পুড়ে যায়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, গত সিটি করপোরেশন নির্বাচনের সময় টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র ছিল। এবার স্কুলটি ভোটকেন্দ্র না।
টিএনটি স্কুলের প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, ‘রাত ৩টার দিকে স্কুল থেকে নৈশ প্রহরী আমাকে ফোন দিয়ে জানায় স্কুলে আগুন লেগেছে। তাৎক্ষণিক আমি ৯৯৯-এ ফোন দিই। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ততক্ষণে স্কুলের ৯টি কক্ষ পুড়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘আমরা ১টা ২৪ মিনিটে খবর পেয়ে পূর্ব চান্দনা বিদ্যালয়ে যাই। পরে ঘটনাস্থলে গিয়ে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে টিএনটি সরকারি বিদ্যালয়ে চান্দনা মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে। ধারণা করা হচ্ছে, স্কুলের জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।’
কালিয়াকৈরের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান চৌধুরী বলেন, মৌচাক ইউনিয়নের বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের সংবাদ পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, নির্বাচন উপলক্ষে নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে নির্বাচনের দিন ভোট গ্রহণের উপযোগী করে সংস্কার করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি কক্ষে গতকাল শুক্রবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বিদ্যালয় দুটির বেশ কয়েকটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গতবার ভোটকেন্দ্র থাকলেও এবার ভোটকেন্দ্র নয়। এদিকে আজ শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার একটি ভোটকেন্দ্রেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সময় গাজীপুর মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে এর কয়েকটি কক্ষ আংশিক পুড়ে যায়। অন্যদিকে, রাত ৩টার দিকে ১৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এটি গত সিটি নির্বাচনে ভোট কেন্দ্র ছিল, কিন্তু এবারের নির্বাচনে এটিকে কেন্দ্র রাখা হয়নি। অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আজ শনিবার সকালে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। আগুনে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আংশিক পুড়ে যায় এবং টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯টি কক্ষ পুড়ে যায়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, গত সিটি করপোরেশন নির্বাচনের সময় টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র ছিল। এবার স্কুলটি ভোটকেন্দ্র না।
টিএনটি স্কুলের প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, ‘রাত ৩টার দিকে স্কুল থেকে নৈশ প্রহরী আমাকে ফোন দিয়ে জানায় স্কুলে আগুন লেগেছে। তাৎক্ষণিক আমি ৯৯৯-এ ফোন দিই। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ততক্ষণে স্কুলের ৯টি কক্ষ পুড়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘আমরা ১টা ২৪ মিনিটে খবর পেয়ে পূর্ব চান্দনা বিদ্যালয়ে যাই। পরে ঘটনাস্থলে গিয়ে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে টিএনটি সরকারি বিদ্যালয়ে চান্দনা মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে। ধারণা করা হচ্ছে, স্কুলের জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।’
কালিয়াকৈরের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান চৌধুরী বলেন, মৌচাক ইউনিয়নের বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের সংবাদ পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, নির্বাচন উপলক্ষে নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে নির্বাচনের দিন ভোট গ্রহণের উপযোগী করে সংস্কার করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
নোয়াখালীতে নিখোঁজ এক ছাত্রদল নেতার লাশ মিলেছে পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকে। আজ শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গানগর এলাকা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত মীর হোসেন সাদ্দাম (৩২) বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুরের মৃত মমিনুল হকের ছেলে।
৭ মিনিট আগেউচ্চ আদালতে আগামী এক মাসের মধ্যে মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি শেষে রায় দেওয়ার দাবি জানিয়েছেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে রায় দেওয়ার সাত দিনের মধ্যে ওসি প্রদীপ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসি কার্যকর করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
৯ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়য়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলেছেন, ‘একজন শিক্ষককে যদি পিয়নের সমান বেতন দেওয়া হয়, তাহলে তিনি কেন শিক্ষক হবে? এ জন্যই মেধাবী ছাত্ররা শিক্ষকতায় আসে না। যোগ্য শিক্ষকেরাই দেশপ্রেমিক নাগরিক সৃষ্টি করতে পারবেন। তা না হলে দেশ আরও ধ্বংসের পথে যাবে।’
২০ মিনিট আগেরাঙামাটির কাউখালীতে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া রাবারবাগান এলাকার চেয়ারম্যানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে