Ajker Patrika

সাঁওতালি বর্ণমালায় পাঠ্যপুস্তক প্রণয়নসহ ৭ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাঁওতালি বর্ণমালায় পাঠ্যপুস্তক প্রণয়নসহ ৭ দফা দাবি

প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতাল শিশুদের জন্য সাঁওতালি বর্ণমালায় পাঠ্যপুস্তক প্রণয়নসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে সাঁওতালদের বেশ কয়েকটি সংগঠন।

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজন করে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম; সাঁওতাল লেখক ফোরাম-বাংলাদেশ, আদিবাসী সাঁওতাল ফেলোশিপ সমিতি-ঢাকা, সান্তাল রানাজোট সমিতি-ঢাকা, সাঁওতাল সমন্বয় পরিষদ, দি সান্তালস টাইমস ডট কম ও সান্তালি নিউজ ২৪. কম। 

উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু ৭ দফা দাবি উপস্থাপন করেন। 

দাবিগুলো হলো—২০২৩ সালের মধ্যে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতালদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় সাঁওতাল শিশুদের জন্য সাঁওতালি বর্ণমালায় পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ শেষ করা, প্রতিটি জেলায় আদিবাসী কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা, আদিবাসীদের মধ্য থেকে প্রতিনিধি ও কর্মকর্তা নিয়োগ নিশ্চিত করা, আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সরকারি উদ্যোগ গ্রহণের পাশাপাশি পৃথক বরাদ্দের ব্যবস্থা করা, টিভি, বেতার ও বিভিন্ন মিডিয়ায় আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যর সঠিক তথ্য তুলে ধরা ও আদিবাসীদের অংশগ্রহণের ব্যবস্থা গ্রহণ করা, সরকারিভাবে আদিবাসীদের মধ্যে বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক ও খেলাধুলার প্রতিযোগিতা আয়োজন করা, আদিবাসী অধ্যুষিত অঞ্চলে পুকুর বা জলমহাল আদিবাসীদের ইজারা দেওয়ার ব্যবস্থা করা এবং আদিবাসীদের জমি-জায়গা, কবর-শ্মশান ও পূজা-পার্বণের স্থান দখল বন্ধে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সিনিয়র সহসভাপতি বদন মুরমু। আরও বক্তব্য রাখেন—সাঁওতাল লেখক ফোরাম-বাংলাদেশের সভাপতি লেখক ও কলামিস্ট মিথুশিলাক মুরমু, মিল্কী সেদেক হাঁসদা, প্রফুল্ল টুডু, শিক্ষার্থী তমা মুরমুসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত