সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির আরও চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। এর আগে গতকাল শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মামুন মাহমুদের সহকারী মো. মহসিন হোসেন (৩৯), গাড়িচালক মো. জুয়েল (৩৯), কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ইমরান হোসেন বাবু (৩৫) ও বিএনপির সক্রিয় সদস্য মো. লিটন (৪০)।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, ‘আমার কর্মী লিটন, গাড়িচালক ও সহকারীকে ধরে নিয়ে গেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে এর আগে থানায় কোনো মামলা ছিল না। নিরীহ ব্যক্তিদের এভাবে গ্রেপ্তার করা আসলেই খুব দুঃখজনক বিষয়।’
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘আগামী ১০ ডিসেম্বরকে সামনে রেখে গায়েবিভাবে আমাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা উপস্থাপন করা হচ্ছে। যেসব ঘটনা কেউ দেখেনি, কেউ জানেন না অথচ পুলিশ সবই জানে। আমি পুলিশকে অনুরোধ করব তারা যেন কোনো দলের হয়ে প্রতিনিধিত্ব না করে।’
জেলা বিএনপির আহ্বায়ক আরও বলেন, ‘সুস্থ রাজনৈতিক পরিবেশ নষ্ট করে ষড়যন্ত্রমূলকভাবে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। আমি স্পষ্টভাবে বলছি, এগুলো গায়েবি মামলা এবং আসামি হলো সব ভৌতিক। এভাবে যত যাই করুক না কেন, আমাদের হামলা-মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের অভিযোগে বিএনপির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়। অন্যদিকে, গত ১ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি, জামায়াতে ইসলাম ও গণ অধিকার পরিষদের ৩৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। একই দিন রাতেই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুটি মামলায় বিএনপি ও নাগরিক ঐক্যের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির আরও চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। এর আগে গতকাল শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মামুন মাহমুদের সহকারী মো. মহসিন হোসেন (৩৯), গাড়িচালক মো. জুয়েল (৩৯), কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ইমরান হোসেন বাবু (৩৫) ও বিএনপির সক্রিয় সদস্য মো. লিটন (৪০)।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, ‘আমার কর্মী লিটন, গাড়িচালক ও সহকারীকে ধরে নিয়ে গেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে এর আগে থানায় কোনো মামলা ছিল না। নিরীহ ব্যক্তিদের এভাবে গ্রেপ্তার করা আসলেই খুব দুঃখজনক বিষয়।’
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘আগামী ১০ ডিসেম্বরকে সামনে রেখে গায়েবিভাবে আমাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা উপস্থাপন করা হচ্ছে। যেসব ঘটনা কেউ দেখেনি, কেউ জানেন না অথচ পুলিশ সবই জানে। আমি পুলিশকে অনুরোধ করব তারা যেন কোনো দলের হয়ে প্রতিনিধিত্ব না করে।’
জেলা বিএনপির আহ্বায়ক আরও বলেন, ‘সুস্থ রাজনৈতিক পরিবেশ নষ্ট করে ষড়যন্ত্রমূলকভাবে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। আমি স্পষ্টভাবে বলছি, এগুলো গায়েবি মামলা এবং আসামি হলো সব ভৌতিক। এভাবে যত যাই করুক না কেন, আমাদের হামলা-মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের অভিযোগে বিএনপির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়। অন্যদিকে, গত ১ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি, জামায়াতে ইসলাম ও গণ অধিকার পরিষদের ৩৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। একই দিন রাতেই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুটি মামলায় বিএনপি ও নাগরিক ঐক্যের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
৩ ঘণ্টা আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
৩ ঘণ্টা আগে