Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরক মামলায় বিএনপির আরও ৪ নেতা-কর্মী গ্রেপ্তার 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৪: ৩৯
সিদ্ধিরগঞ্জে বিস্ফোরক মামলায় বিএনপির আরও ৪ নেতা-কর্মী গ্রেপ্তার 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির আরও চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। এর আগে গতকাল শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মামুন মাহমুদের সহকারী মো. মহসিন হোসেন (৩৯), গাড়িচালক মো. জুয়েল (৩৯), কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ইমরান হোসেন বাবু (৩৫) ও বিএনপির সক্রিয় সদস্য মো. লিটন (৪০)।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, ‘আমার কর্মী লিটন, গাড়িচালক ও সহকারীকে ধরে নিয়ে গেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে এর আগে থানায় কোনো মামলা ছিল না। নিরীহ ব্যক্তিদের এভাবে গ্রেপ্তার করা আসলেই খুব দুঃখজনক বিষয়।’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক  মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘আগামী ১০ ডিসেম্বরকে সামনে রেখে গায়েবিভাবে আমাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা উপস্থাপন করা হচ্ছে। যেসব ঘটনা কেউ দেখেনি, কেউ জানেন না অথচ পুলিশ সবই জানে। আমি পুলিশকে অনুরোধ করব তারা যেন কোনো দলের হয়ে প্রতিনিধিত্ব না করে।’

জেলা বিএনপির আহ্বায়ক  আরও বলেন, ‘সুস্থ রাজনৈতিক পরিবেশ নষ্ট করে ষড়যন্ত্রমূলকভাবে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। আমি স্পষ্টভাবে বলছি, এগুলো গায়েবি মামলা এবং আসামি হলো সব ভৌতিক। এভাবে যত যাই করুক না কেন, আমাদের হামলা-মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের অভিযোগে বিএনপির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়। অন্যদিকে, গত ১ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি, জামায়াতে ইসলাম ও গণ অধিকার পরিষদের ৩৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। একই দিন রাতেই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুটি মামলায় বিএনপি ও নাগরিক ঐক্যের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত